জামালদের হৃদয়ে থাকবেন ম্যারাডোনা

১৯৮৬ বিশ্বকাপ ট্রফি হাতে ম্যারাডোনা। বর্তমানে বাংলাদেশ দল রয়েছে কাতারে। সেখানে ৪ ডিসেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্ব খেলবে স্বাগতিকদের বিপক্ষে। বুধবারের প্রথম প্রস্তুতি ম্যাচের পরই ম্যারাডোনার অন্য লোকে পাড়ি দেওয়ার খবর পেয়েছিলেন জামাল-সুফিলরা। তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছিলেন গোলকিপার আশরাফুল ইসলাম রানাসহ অন্যরা। সেই শোক আলাদাভাবে কাতর করেছে লাল-সবুজ দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকেও।

আজ বৃহস্পতিবার মাঠের অনুশীলন ছিল না। শুধু হয়েছে জিম সেশন। সেই ফাঁকে ভিডিও বার্তায় জামাল ভূঁইয়া জানালেন, কিংবদন্তির মৃত্যু কতটা দুঃখ দিয়েছে তাকে, ‘ফুটবল বিশ্বের জন্য দুঃখের খবর। শুধু ফুটবল নয়, পুরো বিশ্বের জন্যই দুঃখের খবর যে, মাত্র ৬০ বছর বয়সে মারা গিয়েছেন ম্যারাডোনা। তবে যারা ফুটবল খেলেন, তাদের একটু বেশি খারাপ লাগছে। কারণ, একজন আইকনিক ও কিংবদন্তি ফুটবলার ছিলেন তিনি।’

ম্যারাডোনাকে সবসময় মনে রাখবে পুরো বিশ্ব। সেই ১৯৮৬ বিশ্বকাপ যারা দেখেছেন, তাদের কাছে ম্যারাডোনা এখনও জাদুকরী এক চরিত্র। যে চরিত্র কখনও ভোলার নয়। জামালও মানেন সেটা, ‘সবাই জানে তিনি ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছেন। ইতালিয়ান ক্লাব নাপোলিকে অনেক সাফল্য দিয়েছেন। বাংলাদেশেও অনেক আর্জেন্টিনার সমর্থক আছেন। তারা সবাই বলে ম্যারাডোনা, ম্যারাডোনা। ম্যারাডোনা সব সময় আমাদের হৃদয়ে থাকবেন। সবার হৃদয়ে থাকবেন। তাকে ভুলবো না।’