লেমস ঢাকায়, এখন বিদেশি খেলোয়াড়দের অপেক্ষা

আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস। আগামী ১৯ ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে ফুটবল মৌসুম শুরু হচ্ছে। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হওয়ায় বাড়তি উদ্দীপনাও কাজ করছে দলগুলোর মাঝে। সেই লক্ষ্যে এই মাসের শুরুতেই অনুশীলন শুরু করেছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। অবশ্য এতদিন স্থানীয় কোচের অধীনে নিজেদের মাঠে ঘাম ঝরিয়েছে ওয়ালি-মামুনরা।

কাল সোমবার থেকে তাদের অনুশীলনে যোগ দিচ্ছেন দলের পর্তুগিজ কোচ মারিও লেমস। এরই মধ্যে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।। এখন বাকি শুধু বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ। আজ-কালের মধ্যে বিদেশি সংগ্রহ চূড়ান্ত হলে তারা ঢাকায় চলে আসবেন।

মারিও লেমস বাংলা ট্রিবিউনকে বিদেশি খেলোয়াড় নিয়ে বলেছেন, ‘এবার বিদেশি খেলোয়াড়দের মধ্যে পরিবর্তন আসতে যাচ্ছে। অন্তত দু’জন নতুন খেলোয়াড় আসবে। হয়তো দুই-একদিনের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে। এবার আগের চেয়ে ভালো করাই আমাদের লক্ষ্য।'