X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ০০:৩৫আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০০:৪৫

বার্বাডোজের পর গ্রেনাডাতেও ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পড়লো। তাতে আরেকটি অসহায় আত্মসমর্পণ করলো স্বাগতিকরা। বিশাল জয়ে সিরিজও নিশ্চিত করেছে অজিরা।

মিচেল স্টার্ক ও নাথান লায়নের বোলিং নৈপুণ্যে দেড়শর আগেই ‍উইন্ডিজকে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া্‌। তাতে চতুর্থ দিন দ্বিতীয় সেশনে ১৩৩ রানে জয় নিশ্চিত করে এক ম্যাচ হাতে রেখে ২-০ তে সিরিজও জিতে নিলো তারা।

৭ উইকেটে ২২১ রানে দিন শুরু করা অস্ট্রেলিয়া আর ২২ রান যোগ করতে পারে। দিনের দ্বিতীয় বলে প্যাট কামিন্সকে ফেরান শামার জোসেফ। উইন্ডিজ পেসার ৩০ রানে থামান আগের দিনের অপরাজিত ব্যাটার অ্যালেক্স ক্যারিকেও। জশ হ্যাজেলউডকে (৪) বোল্ড করেন আলজারি জোসেফ। ২৪৩ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস।

শামার সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি করে পান জেইডেন সিলস, আলজারি ও জাস্টিন গ্রিভস।

অস্ট্রেলিয়ার ২৮৬ রানের জবাবে প্রথম ইনিংসে ২৫৩ রান করা ওযেস্ট ইন্ডিজের জন্য লক্ষ্য তেমন কঠিন ছিল না। পাঁচ সেশনেরও বেশি হাতে নিয়ে ২৭৭ রানের টার্গেট পায় তারা। কিন্তু ৩৩ রানে চার উইকেট হারিয়ে লাঞ্চে গেলে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।

পঞ্চম উইকেটে শাই হোপ ও রোস্টন চেজের ৩৮ রানের জুটি ছিল সর্বোচ্চ। এই জুটি ভাঙার পর ৩২ রানের ব্যবধানে আরও চার উইকেট পড়ে ক্যারিবিয়ানদের। ১০৩ রানে ৮ উইকেট পতনের পর হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ তিন উইকেট নিয়ে লায়ন জয়ের আনুষ্ঠানিকতা সারেন।   

ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ৩৪ রান করেন চেজ। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে শামারের ব্যাটে।

৩৪.৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

স্টার্ক ও লায়ন সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। দুটি পান জশ হ্যাজেলউড।

কিংস্টনে তৃতীয় ও শেষ টেস্ট হবে ১৩ জুলাই।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে