অপ্রত্যাশিত ফল হওয়ায় দুঃখিত জিকো

কাতার ম্যাচে গোলবারের নিচে জিকোঅভিজ্ঞ গোলকিপার আশরাফুল ইসলাম রানার জায়গায় তরুণ আনিসুর রহমান জিকোকে একাদশে নামিয়ে একটা চমকই দিয়েছেন কোচ জেমি ডে।  বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে শক্তিশালী কাতারের বিপক্ষে মাঠে নেমে  জিকোও চমকে দিয়েছেন তার অসাধারণ নৈপুন্যে।

দুর্দান্ত খেলেছেন বসুন্ধরা কিংসের গোলকিপার। বাঁয়ে কিংবা ডানে বাজ পাখির মতো ঝাঁপিয়ে রুখে দিয়েছেন একের পর এক কাতারিদের প্রচেষ্টা। তারপরেও দলের ৫ গোলে হার এড়াতে পারেননি। তবে এই অপ্রত্যাশিত হারে কক্সবাজার থেকে উঠে আসা এই তরুণ দুঃখপ্রকাশ করেছেন। এটা ছিল জাতীয় দলের হয়ে জিকোর দ্বিতীয় ম্যাচ। এর আগে গত নভেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে তেকাঠির নিচে দাঁড়িয়েছিলেন তিনি।

কাতারের মতো দল তারওপর বিশ্বকাপ বাছাই। দুটোই তার জন্য নতুন অভিজ্ঞতা। যেভাবে গোলবার আগলেছেন তাতে করে দলকে পাঁচের বেশি গোল হজম করতে দেননি। তার সেভগুলো ছিল দেখার মতো। সেই সেভগুলো না হলে হয়তো বাংলাদেশের আরও বড় ব্যবধানে পরাজয় রোখা কঠিনই হতো।

 শুক্রবার ম্যাচ শেষে এই গোলকিপার নিজের ফেসবুক পেজে লিখেছেন,‘জাতীয় দলের হয়ে এটা আমার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা। এই ম্যাচ থেকে আমি বড় শিক্ষা অর্জন করেছি। তবে আমি এ ম্যাচে অপ্রত্যাশিত হারের জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি।’