এক ব্রাজিলিয়ানের গোলে রহমতগঞ্জের বিদায়

গোলদাতা গুলের্মোকে ঘিরে চট্ট. আবাহনীর উচ্ছ্বাস -বাফুফে গতবারের  ফেডারেশন কাপ রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। কিন্তু এবার তাদের বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকে।  ‘সি’ গ্রুপে টানা দ্বিতীয় ম্যাচ হেরে নকআউট পর্বে  আর ওঠা হলো না  রহমতগঞ্জের। চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে ম্যাচ জিতে শুধু নিজেরাই এই গ্রুপ থেকে নকআউট পর্বে যায়নি, সঙ্গী পেয়েছে বসুন্ধরা কিংসকে

চট্টগ্রাম আবাহনীর জয়ের নায়ক এক ব্রাজিলিয়ান। স্ট্রাইকার নিক্সন গুলের্মের লক্ষ্যভেদী শটে তারা পেয়েছে তিন পয়েন্ট। আক্রমণাত্মক ফুটবলে মারুফুল হকের দল শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে। তবে গোল পেতে সময় লেগেছে তাদের।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে চট্টগ্রাম আবাহনী  গুলের্মের পাস থেকে চার্লস দিদিয়ের সোজাসোজি গোলকিপারের হাতে বল তুলে দেন। ২৪ মিনিটে অবশ্য রহমতগঞ্জ সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি। ফাঁকায় বল পেয়েও তাজিকিস্তানের ডিফেন্ডার দিলশদ ভাসিয়েভ দুর্বল শটে বল তুলে দেন গোলকিপারের হাতে। ৩৬ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় চট্টগ্রাম আবাহনী।  শুধু নাম্বার নাইন হিসেবেই খেলেননি, অ্যাটাকিং থার্ড জুড়ে ছিল নিক্সন গুলের্মের পদচারণ। সোহেল রানার বাঁ প্রান্তের ক্রস ব্রাজিলিয়ান গুলের্মে দেখেশুনে প্লেসিং করে গোল করেন।

বিরতির পর রহমতগঞ্জ কিছুটা গুছিয়ে ওঠে খেলার চেষ্টা করে। কিন্তু সফল হতে পারেনি। ৭১ মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিলেন গুলের্মে, তবে দুর্বল  এক শট নেন, তা রুখে দেন। এর ১০ মিনিট পর রহমতগঞ্জের এনামুল ইসলামের শট ফিরিয়ে আবাহনীকে জয়ের পথে রাখেন গোলকিপার মোহাম্মদ নাইম।

আগামীকালের খেলা: উত্তর বারিধারা বনাম আরামবাগ (বিকেল ৫:১৫ মিনিট), সাইফ স্পোর্টিং বনাম ব্রাদার্স (রাত ৮টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)