কমনওয়েলথ গেমসের কুইন্স ব্যাটন বাংলাদেশে

‘কমনওয়েলথ গেমস ২০২২’ এর কুইন্স ব্যাটন বাংলাদেশে এসেছে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কুইন্স ব্যাটনটিকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার (৬ জানুয়ারি) শ্রীলংকা থেকে আসা কুইন্স ব্যাটন গ্রহণ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যে রানির শুভেচ্ছাবার্তা নিয়ে কমনওয়েলথভুক্ত ৭২টি দেশ পরিভ্রমণের অংশ হিসেবে শ্রীলংকা থেকে ব্যাটনটি ২৬তম গন্তব্য হিসেবে বাংলাদেশে এসেছে। ব্যাটনটি ৭ থেকে ৯ জানুয়ারি শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, বিকেএসপি, ব্রিটিশ হাইকমিশন ও বিওএ ভবন পরিদর্শন করবে। এসএ গেমসে স্বর্ণপদক জয়ী বাংলাদেশের সেরা ১২ খেলোয়াড় কুইন্স ব্যাটন রিলের এ ভ্রমণে প্রতিনিধিত্ব করবে। করোনা মহামারির কারণে এবারের কুইন্স ব্যাটন রিলে স্বল্প পরিসরে আয়োজন করা হচ্ছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বাকিংহাম কমনওয়েলথ গেমসের অফিশিয়াল কুইন্স ব্যাটন রিলে ২০২১ সালের ৮ অক্টোবর থেকে ২৯৪ দিনের যাত্রা শুরু করে। বাংলাদেশ থেকে ভ্রমণ শেষে এই কুইন্স ব্যাটন আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ থেকে ভারত পৌঁছাবে।