বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অলিম্পিক অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন কমিটি। বিওএর সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নেতৃত্বে নির্বাহী কমিটির সদস্যরা শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় কমিটির মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিওএর সভাপতি এস এম শফিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। জাতির পিতার জন্মশতবার্ষিকীর কর্মপন্থা যেগুলো করা হয়েছিল তা কোভিডের কারণে সবকিছু করা সম্ভব হয়নি বলে সেটা ২৬ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এমন একটা সময়ে এই কমিটির জন্য দায়িত্ব গ্রহণ একটা বিশেষ তাৎপর্যপূর্ণ।’

বিশেষ এই সময়ে কমিটির দায়িত্ব পাওয়ায় নিজেদের ভাগ্যবান মনে করেন এই কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘আমরা এই সময়ে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমরা সত্যি ভাগ্যবান মনে করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু জাতির পিতাই নন, উনি কিন্তু নিজেও একজন ভালো খেলোয়াড় ছিলেন। খেলাধুলার প্রতি যথেষ্ট অনুরাগ ছিল। এবং সেগুলো যতদিন জীবিত ছিলেন উনি কিন্তু এটা প্রদর্শন করেছেন। আজ সত্যি ভাগ্যবান মনে করছি নিজেদের, তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে। আমরা আগেও বলেছি এই কমিটি দায়িত্ব নিয়েছে এবং আগের চেয়ে ভালো কিছু করতে চায়। ইনশাল্লাহ আমরা সেটা করে দেখাবো।’

271334516_603883834036140_167500408213014324_n

এই বছর এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসসহ ব্যস্ত সূচি রয়েছে। বিওএ সভাপতি বলেছেন, ‘প্রথম দায়িত্ব নিয়ে বলেছি, আমরা এমন গোল ফিক্সড করতে চাই যেটা অ্যাচিভেবল। আমরা সেরকমই গোলই ফিক্সড করেছি। এটা অনেকগুলো মনে হলেও অ্যাচিভেবল। আমরা সেটা ইনশাল্লাহ করে দেখাবো। এরজন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে।’

নিজের কমিটির ওপর আস্থা রেখে বিওএ সভাপতির প্রত্যাশা, ‘কমিটিতে আমাদের যারা আছেন তারা প্রত্যেকে নিজ ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ। আমাদের মহাসচিব থেকে শুরু করে সহ-সভাপতি সদস্যগন যারা আছেন নিজস্ব ফিল্ডে তারা কিন্তু প্রত্যেকে কীর্তিমান। আমি তাদের ওপর দৃঢ়ভাবে আস্থা রাখছি। মনে করছি আমাদের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছি সেটা অর্জন করতে পারবো।’

কমনওয়েলথ গেমসে পদক সংখ্যা অর্জন নিয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেছেন, ‘এটা এখনই নির্দিষ্ট করা বলা যাবে না। তবে আশা করি আগের চেয়ে ভালো করবো। এরজন্য অনেক কিছু ডিপেন্ডেন্ট থাকে। যেদিন আপনার দিন থাকবে অনেক কিছু পক্ষে যাবে।  ইটস এ ম্যাটার অব সেকেন্ডস সামটাইমস টু অ্যাচিভেবল। আমরা আশাবাদী।’