মুশফিকের পরিকল্পনা কাজে লাগিয়ে সফল রনি

তারকাবহুল মিনিস্টার ঢাকাকে উড়িয়ে দিয়ে দারুন শুরু করেছে খুলনা টাইগার্স। ৬ বল হাতে রেখে ৫ উইকেটে এমন দুর্দান্ত জয়ের নায়ক রনি তালুকদার। থিসারা পেরেরা-মেহেদী হাসানের ঝড়ের আগে শুরুতে আন্দ্রে ফ্লেচার-রনি তালুকদার মিলে যে ঝড় তোলেন, তাতেই ১৮৪ রানের লক্ষ্যটা ছুঁয়ে ফেলে মুশফিকের খুলনা। ম্যাচ সেরার পুরষ্কার পাওয়া রনি খেলেছিলেন ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস। এমন ইনিংসে খেলার পেছনে ভূমিকা রেখেছে মুশফিকের পরিকল্পনা।

৪২ বলে ৬১ রানের ইনিংস খেলা রনি তালুকদার পুরষ্কার বিতরণী মঞ্চে জানিয়েছেন দুর্দান্ত এমন ইনিংস খেলার রহস্য, ‘আমাদের ব্যাটিংয়ের পরিকল্পনা খুব সাধারণ ছিল। মুশফিক ভাই আমাদের যে পরিকল্পনা দিয়েছিলেন, উইকেটে বল আসছে, শিশির আছে। উইকেটে কীভাবে খেলতে হবে মুশফিক ভাই বলাতে আমার জন্য কাজটা সহজ হয়ে গিয়েছে।’

কী পরিকল্পনা দিয়েছিল এমন প্রশ্নে রনির উত্তর, ‘মুশফিক ভাই বলেছিল, তুই যাবি আর মেরিট অনুযায়ী খেলবি। হয়ে যাবে। আমি সেটাই করেছি। বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি।’

৪২ বলে ৭ চার ও ১ ছক্কায় দারুন এক ইনিংস খেলা রনির কিছুটা আক্ষেপ আছে। ধীরস্থির খেলতে পারলে হয়তো ইনিংসটা আরও বড় করা যেত। পুরষ্কার বিতরণী মঞ্চে তিনি আরও বলেছেন, ‘প্রথম ম্যাচে রান করাটা অবশ্যই একজন ব্যাটারের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আমার উচিত ছিল ম্যাচটা শেষ করে আসা। ৮০-৮৫ করতে পারলে বেশি ভালো হতো।’