সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারাতে চায় বাংলাদেশ

তিন জাতি সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। নেপালকে উড়িয়ে দিয়েছে ৪-২ গোলের ব্যবধানে। রাউন্ড রবিন লিগ পর্বে লাল-সবুজ দলের সামনে আজ শনিবার বাধা শক্তিশালী ভারত। সপ্রতিভ পারফরম্যান্স দেখিয়ে এই ম্যাচও জিততে চাইছে শামসুন্নাহার-উন্নতিরা।

ভারতের জামশেদপুরে টাটা ফুটবল একাডেমির ট্রেনিং মাঠে ম্যাচের আগে শেষমুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ দল। নেপাল ম্যাচের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টায় ছিলেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে ছোটন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আগামীকাল (আজ) মেয়েরা স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে এবং আমি জানি সবাই তাদের শতভাগ দিয়ে মাঠে খেলবে। আজকে (শুক্রবার) টিম মিটিং ও ট্রেনিংয়ে গত ম্যাচের ভুলত্রুটি ও আগামী ম্যাচের ফর্মেশন এবং কৌশলগত দিক নিয়ে কাজ করেছি। মেয়েরা সবাই খেলার জন্য প্রস্তুত রয়েছে।’

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিতে চাইছেন বাংলাদেশ কোচ। এর লক্ষ্যে দল মাঠে নামবে বলে জানিয়েছেন, ‘ভারতের বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলবো, মাঠে উপস্থিত দর্শক, সমর্থক ও দেশবাসীকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেবো। ইনশাআল্লাহ।’ 

দলের অধিনায়ক শামসুন্নাহার তো পরিষ্কার বলেই দিয়েছেন, তারা ম্যাচ জেতার জন্যই মাঠে নামবেন। তার কথায়, ‘ভারত অবশ্যই শক্তিশালী দল এবং আমরাও শক্তিশালী। মাঠে যে ভালো খেলাটা খেলতে পারবে তারাই জয়ী হবে। জেতার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলবো। দেশবাসীর কাছে আমরা সবাই দোয়াপ্রার্থী।’

জামশেদপুরের জেআরডে টাটা স্পোর্টস কমপ্লেক্স মাঠে দুই জায়ান্টের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়।