জামাল ভূঁইয়ারা এখন কাঠমান্ডুতে

কম্বোডিয়াতে ফিফা প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দল এখন নেপালের কাঠমান্ডুতে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতেই সেখানে পৌঁছায় বাংলাদেশ দল। শনিবার বিকালে সেখানে অনুশীলনে নামার কথা রয়েছে জামাল-রাকিবদের।

বৃহস্পতিবার নমপেনে স্বাগতিক দলের বিপক্ষে ১-০ গোলে জয়ী হয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধে মতিন মিয়ার দারুণ পাসে একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন উইঙ্গার রাকিব হোসেন। সেই গোলটিতেই শেষ পর্যন্ত লাল-সবুজ দল জয় নিয়ে মাঠ ছাড়ে। এবার প্রীতি ম্যাচে দলটির সামনে প্রতিপক্ষ নেপাল। আগামী ২৭ সেপ্টেম্বর দশরথ স্টেডিয়ামে হবে ম্যাচটি।

এর আগে শুক্রবার মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া এক ভিডিও বার্তায় বলেছিলেন, ‘কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে দলের সবাই খুশি। সবাই ম্যাচ উপভোগ করেছেন। পরবর্তী লক্ষ্য অবশ্যই নেপাল। আমাদের দৃষ্টি নেপাল ম্যাচে। যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে আমরা নিজেদের সেরাটা দেবো ইনশাল্লাহ! আশা করছি, আপনাদের সঙ্গে নেপালে দেখা হবে।’