তিন সিনিয়রের কাছে সহায়তা চান লিটন

হুট করেই অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল কুঁচকির ইনজুরিতে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। ফলে হুট করেই টেস্টের সহ-অধিনায়ক লিটনকেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়।

তামিম না থাকলেও দলে আছেন তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ভারত সিরিজে ভালো করতে সিনিয়রদের কাছ থেকে সহায়তা চান নতুন অধিনায়ক লিটন।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘আমি যখন দায়িত্ব পেলাম, আমার হাতে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন তিন জন সিনিয়র খেলোয়াড় আছেন, এটা ভেবে অনেক ভালো লাগছে। অবশ্যই আমি চাইবো তারা মাঠে আমাকে সহায়তা করুক। প্রথমবার এত বড় সিরিজে দায়িত্ব পেলাম। আমি আশাবাদী, বড় ভাইয়েরা আমাকে সহায়তা করবেন। তাদের কাছে যেকোনও সময় সহযোগিতা পাবো।’

রবিবার দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অধিনায়ক লিটন প্রথম ম্যাচ জিততে মরিয়া, ‘লক্ষ্য একটাই। জেতার জন্যই খেলতে নামবো। ওদের সঙ্গে লড়াই করা পুরোপুরি সম্ভব। আমাদের তিন বিভাগই ভালো আছে।’

জিততে মরিয়া হলেও লিটন এগিয়ে রাখছেন ভারতকেই, ‘ভারত অবশ্যই এগিয়ে থাকবে। ওরা মাত্র নিউজিল্যান্ডে খেলে এসেছে। তবে হোম কন্ডিশন, আমাদের সাপোর্টে ক্রাউড, এটা প্লাস পয়েন্ট।’

লিটন আরও যোগ করে বলেছেন, ‘আমরা এটা নিয়ে অনেক রোমাঞ্চিত। ভারত ভালো দল। তাদের খ্যাতি এবং ফর্ম সবই আছে। আমরা সাম্প্রতিক সময়ে তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলি। তারা আর আমাদের আন্ডারডগ ভাববে না। এটাই বড় ব্যাপার।’