ঢাকায় জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ের শুরুতে পিছিয়ে পড়ে মালদ্বীপকে আটকে দিয়েছে বাংলাদেশ। সাদ উদ্দিনের গোলে যোগ করা সময়ে ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। এবার ১৭ অক্টোবর নিজেদের মাঠে ড্র নয়, জিততে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) মালেতে ম্যাচ শেষে এমনটাই বলেছেন বাংলাদেশ কোচ।

বিশ্বনাথের জায়গায় সাদ উদ্দিন নেমে দারুণ এক গোল করে দলকে ১ পয়েন্ট এনে দেন। এই ম্যাচে নিয়মিত একাদশের তিন খেলোয়াড়- জিকো, তপু ও মোরসালিন ছিলেন না। তাদের ছাড়াই ম্যাচ খেলতে হয়েছে।

বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা তাই বলেছেন, ‘কিছু খেলোয়াড়কে ছাড়াই আমরা এখানে এসেছিলাম এবং তিন জন নতুন খেলোয়াড়কে একাদশে রেখেছিলাম, যাদের মধ্যে গোলরক্ষক মিতুলও ছিল। সে চমৎকার খেলেছে।’

এরপরই যোগ করেন এভাবে, ‘ফিরতি লেগে আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। আমরা যদি মালদ্বীপের সঙ্গে (আজ) হারতাম, দ্বিতীয় ম্যাচে আমাদের জিততেই হতো। ড্র করলেও জিততে হতো। এমনকি জয় পেলেও ঘরের মাঠে জয় ছাড়া কিছু চিন্তাও করতাম না।’

ফরোয়ার্ড রাকিব হোসেন ড্র’তে স্বস্তি প্রকাশ করে বলেছেন, ‘ড্র করে খুবই ভালো লাগছে। কেননা, মালদ্বীপ নিজেদের মাঠে খুবই শক্তিশালী দল। যখনই আমরা এখানে আসি, ওরা ভালো আক্রমণভাগ নিয়ে আমাদের বিপক্ষে খেলে। আজও অনেক সুযোগ পেয়েছে, আমরাও পেয়েছি। ম্যাচটা আসলে ফিফটি-ফিফটি ছিল। দুই দলই ভালো খেলেছে। অন্ততপক্ষে আমরা শেষ সময়ে এক গোল শোধ দিতে পেরেছি। ড্র করতে পেরেছি বলেই ভালো লাগছে।’