আড়াই মাস পর শ্রীলঙ্কার নিষেধাজ্ঞা তুলে নিলো আইসিসি

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে এসএলসিকে নজরে রেখেছিল আইসিসি। এই সময়ে লঙ্কান বোর্ডের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট। ফলে এখন থেকেই তাদের ওপর আর কোনও নিষেধাজ্ঞা রাখছে না আইসিসি।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘আইসিসি বোর্ড শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) উপর অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আইসিসি বোর্ড বলেছে, তারা স্থগিতাদেশের পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এখন সন্তুষ্ট যে, এসএলসি আর সদস্য পদের বাধ্যবাধকতা লঙ্ঘন করছে না।'

বিশ্বকাপে ভারতের কাছে শ্রীলঙ্কার অসহায় আত্মসমর্পণের পর পুরো ক্রিকেট বোর্ডকে বহিষ্কার করেন ক্রীড়ামন্ত্রী রোশান রনসিংহে। বোর্ডের দায়িত্ব দেন অন্তর্বর্তীকালীন কমিটিকে। আদালত পুনরায় আগের বোর্ডকে ফেরালেও প্রশাসনে সরকারি হস্তক্ষেপের কারণে গত ১০ নভেম্বর এসএলসিকে নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি। 

এরপর গত ২১ নভেম্বর আইসিসির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, নিষেধাজ্ঞা থাকলেও আইসিসি ইভেন্ট ও দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারবে লঙ্কানরা। তবে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়।