আশরাফুলের ৫ গোলে আবাহনীর বড় জয়, ঊষার ‘প্রতিশোধ’

প্রিমিয়ার হকি লিগ শুরু হয়েছে আজ। প্রথম দিন থেকে মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে আম্পায়াররা মাঠে ছিলেন। প্রথম দিনেই শিরোপাপ্রত্যাশী আবাহনী লিমিটেড বড় জয় পেয়েছে। এ ছাড়া বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্সকে হারিয়ে ‘প্রতিশোধ’ নিয়েছে ঊষা।

বৃহস্পতিবার (৭ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ১০-১ গোলে ধসিয়ে দিয়েছে দিলকুশা স্পোর্টিংকে। জয়ী দলের ডিফেন্ডার আশরাফুল ইসলাম হ্যাটট্রিকসহ ৫ গোল করেন।

এ ছাড়া দলটির পক্ষে পুস্কর খিসা মিমো দুটি ও ওবায়দুল হোসেন জয়, মোহাম্মদ আব্দুল্লাহ এবং আমান শরীফ একটি করে গোল করেন। দিলকুশার হয়ে সাগর এক গোল শোধ দেন।

এর আগে প্রথম খেলায় গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে ৫-১ গোলের ব্যবধানে হারায় ঊষা। জয়ী দলের পক্ষে মাহবুব হোসেন জোড়া গোল করেন। এ ছাড়া দলটির হয়ে তৈয়ব আলী, ইশরাত ইকতিদার এবং মোহাম্মদ শরিক সমান একটি করে গোল করেন। মেরিনার্সের হয়ে সোহানুর রহমান সবুজ এক গোল শোধ দেন।

এই মৌসুমে ক্লাপ কাপে মেরিনার্সের কাছে ৮-৪ গোলে হারের তেতো স্বাদ পায় ঊষা।