বাংলাদেশে খেলতে আসা প্রবাসী খেলোয়াড়ের সবকিছুই চুরি!

বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছেন ইংল্যান্ড প্রবাসী মুরহাদ হোসেন। লাল-সবুজ দলের হয়ে টেবিল টেনিসে প্রতিনিধিত্ব করাই তার লক্ষ্য। সেজন্য পল্টন শহীদ তাজউদ্দীন উডেন ফ্লোর জিমনেসিয়ামে কয়েক দিন ধরে অনুশীলনও করেছেন। আজ শুরু হওয়া টেবিল টেনিস প্রতিযোগিতায় খেলছেন পাললিকের হয়ে। কিন্তু প্রথম দিনে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশে। চুরি হয়ে গেছে মুরহাদের তিনটি ক্রেডিট কার্ড,১০ হাজার টাকা ও দামি মোবাইল ফোন!

উডেন ফ্লোরে এই প্রতিযোগিতায় প্রায় ২০০ জন প্রতিযোগী খেলছেন। আর খেলার আগে উদ্বোধনী অনুষ্ঠানের সময় একটি ব্যাগে মুরহাদ তার জিনিসপত্র রেখেছিলেন। একপর্যায়ে সেই ব্যাগ আর পাওয়াই যায়নি। এ নিয়ে পুরো জিমনেসিয়াম এলাকায় কম তোলপাড় হয়নি। শেষ পর্যন্ত টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও পাললিক ক্লাবের কর্ণধার খন্দকার হাসান মুনীর এগিয়ে আসেন।

তিনি নিজেই ব্যক্তিগত উদ্যোগে মোবাইল ফোন ও অর্থের ব্যবস্থা করে দিয়েছেন মুরহাদের। মুনীর নিজেই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মুরহাদ হোসেনের ব্যাগ উদ্ধারে সিসিটিভি দেখে অপরাধীকে ধরার চেষ্টা করছি। সে জন্য থানায় সাধারণ ডায়েরিও করা হবে। এছাড়া অর্থ এবং মোবাইলের ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে করে দিয়েছি। আর ক্রেডিট কার্ড বন্ধের বিষয়ে কাজ চলছে। আসলে এমন ঘটনা দুঃখজনক। একজন প্রবাসী খেলতে এসে এমন ঘটনার শিকার হবেন, তা কোনভাবেই কাম্য নয়।’