বাংলাদেশের তিনে তিন, ফাইনালের পথে বড় ধাপ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় জয়রথ ছুটছে বাংলাদেশের। মঙ্গলবার জাতীয় ভলিবল স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকেও দাঁড়াতে দেয়নি স্বাগতিকরা। ৩ লোনাসহ হারিয়েছে ৩৫-২০ পয়েন্টে। প্রথমার্ধে আরদুজ্জামান-তুহিনরা ২৪-৮ পয়েন্টে এগিয়ে ছিল।

টানা তৃতীয় জয়ে প্রতিযোগিতায় ফাইনালের পথে অনেক দূর এগিয়ে গেলো স্বাগতিকরা। শেষ ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী শ্রীলঙ্কার।

ফ্লাইট জটিলতার কারণে টুর্নামেন্ট শুরুর দুই দিন পর আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকা পৌঁছায় নেপাল। দুপুরে ঢাকায় নেমেই সন্ধ্যায় ম্যাটে নেমে পড়ে হিমালয় দেশের খেলোয়াড়রা।

ভলিবল স্টেডিয়ামের কোর্টে খেলার শুরু থেকেই নেপালের ওপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকেন বাংলাদেশের রেইডাররা। প্রথমার্ধে দুটি লোনাসহ ২৪-৮ পয়েন্টে এগিয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩ লোনাসহ ৩৫-২০ পয়েন্টে জয় নিয়ে ম্যাট ছাড়ে স্বাগতিকরা।

এর আগে পোল্যান্ড ও কেনিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।