আবারও সন্দেহ আরাফাত সানির বোলিং অ্যাকশনে

আবারো সন্দেহের তালিকায় আরাফাত সানিবিপিএলে ফের অবৈধ বোলিং অ্যাকশনে সন্দেহের তালিকায় বাঁহাতি স্পিনার আরাফাত সানি। চলতি বছর ভারতে অনুষ্ঠিত বিশ্ব টি-টোয়েন্টির মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরে আসতে হয়েছিল সানিকে।

কয়েক মাস বোলিং অ্যাকশন নিয়ে কাজ করার পর গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়াতে পরীক্ষা দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করেন তিনি। সফলভাবে পাস করে জাতীয় লিগ ও বিপিএলে দারুণ বোলিং করছিলেন সানি। অ্যাকশন বদলে এভাবে সফল হবেন, তিনি নিজেও ভাবতে পারেননি-গত কিছুদিন আগে ম্যাচ সেরার পুরস্কার পেয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন এমনটাই।

কিন্তু শর্ষের মধ্যেই ভূত! তার এই ‘স্বচ্ছ’ থাকার সময়টা দীর্ঘয়িত হয়নি। বিপিএলে তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এনেছেন আম্পায়াররা। গত ২৮ নভেম্বর রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে রংপুর রাইডার্সের স্পিনার সানির বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ওই ম্যাচে সানির করা ১৯তম ওভারের প্রথম বলটি সন্দেহজনক বলে মনে হয়েছে আম্পায়ারদের কাছে। ওই ম্যাচে রাজশাহী কিংসের কাছে ৪৯ রানে হেরে যায় রংপুর রাইডার্স।

বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে রিপোর্ট করেছেন আম্পায়াররা। এমনটাই জানিয়েছেন বিপিএল টেকনিক্যাল কমিটি ও বোলিং রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘বিপিএল শেষে আরাফাত সানির বোলিংয়ের ভিডিও পর্যবেক্ষণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

/আরআই/কেআর/