শুরুতে আরও রান করতে চায় ঢাকা

 

গেইলের উইকেট নেওয়ার পর রাসেলের উদযাপনচিটাগং ভাইকিংসকে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে ঢাকা ডায়নামাইটস। ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে ঢাকা। তারপরও বেশকিছু ভুল ধরা পড়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের চোখে। পরের ম্যাচে সেগুলো শুধরে আরও ভালো করতে চায় ঢাকা। বিশেষ করে প্রথম দিকে আরও রান তুলতে চায় সাকিবের দলটি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে রাসেল বলেছেন, ‘আমরা ভালো বল করেছি। প্রথম ১০ ওভার ওদেরকে আমরা চাপে রেখেছিলাম। পরেও ওদের চাপে রাখা উচিত ছিল। ব্যাটিংয়ে আমাদেরকে শুরুতে আরও রান করতে হবে। এগুলো সামান্য ব্যাপার হলেও  আমাদেরকে ঠিক করতে হবে দ্রুতই। সামনে আরও বড় ম্যাচ।’

এই ম্যাচ জেতার পেছনে দলের ব্যাটিং ও বোলিং দিকটাই দেখলেন  রাসেল, ‘লক্ষ্য ছিল এক নম্বরে থেকে শেষ করা। এখনও একটা ম্যাচ আছে। ওটা আমাদের জিততে হবে। ১৬ পয়েন্ট আছে। সেটা ভালো। আমরা ব্যাটিং ও বোলিং দুটোই ভালো করেছি। এই কারণেই জয় পেয়েছি।’

/আরআই/এফএইচএম/