‘বিপিএলের স্বার্থে’ শাস্তি কমলো শাহজাদের

shahzadসাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করায় দুই ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি জরিমানা করা হয়েছিল রংপুর রাইডার্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে। আইসিসির নতুন কোড অব কন্ডাক্ট অনুযায়ী চার ডিমেরিট পয়েন্ট অর্জন করায় সাধারণ নিষেধাজ্ঞার সঙ্গে এই শাস্তি যোগ হয়ে দুটি ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে না খেললেও শনিবার মোহাম্মদ শাহজাদ ঠিকই বরিশালের বিপক্ষে মাঠে নেমেছিলেন! প্রশ্ন উঠাটা তাই স্বাভাবিক, দুই ম্যাচ নিষিদ্ধ হওয়া খেলোয়াড় কিভাবে এক ম্যাচ পরই নামতে পারেন ব্যাট হাতে? মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য শাহজেদের খেলার ব্যাখ্যা দাঁড় করিয়ে দিলেন ঠিকিই। ‘বিপিএলের স্বার্থেই’ নাকি এক ম্যাচের নিষেধাজ্ঞা উঠানো হয়েছে শাহজাদের!

‘বাংলা ট্রিবিউন’কে তিনি বলেছেন, ‘শাহজাদ দোষ স্বীকার করে শাস্তি কমানোর জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচের পর আবেদন করেছিলেন। সেই আবদেনের কারণেই তার শাস্তিটা কমানো হয়েছে। আমি মনে করি এখানে কোনও সম্যসা নেই। নিয়ম অনুযায়ী শাস্তি কমানো হয়েছে।’

বরিশাল বুলস এই সিদ্ধান্ত মেনে নিয়েছে, নাকি চাপিয়ে দেওয়া হয়েছে-এমন প্রশ্নে জালাল ইউনুস বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখানে কারও চাপ ছিল না। টুর্নামেন্টে কমিটি যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই মেনে নিতে হয়। আর এখানে নিয়মের বাইরে গিয়ে কিছু করা হয়নি।’ সঙ্গে যোগ করেছেন, ‘টুর্নামেন্টের স্বার্থে ও বিশেষ বিবেচনায় শাহজাদের শাস্তি কমিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।’ দুই ডিমেরিট পয়েন্টও কমানো হয়েছে তার। ডিমেরিট পয়েন্ট কমানোয় এক ম্যাচের শাস্তি কমেছে শাহজাদের।

গত মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছিল, আম্পায়ারদের রিপোর্ট ও টিভি ফুটেজ দেখে সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। ভিডিও ফুটেজে সব পরিষ্কার থাকায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। সবাই দোষ স্বীকার করে নিয়েছেন বলে উল্লেখ্য করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, রংপুরের ইনিংসের চতুর্থ ওভারে পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির বলে সাজঘরে ফেরার পথে সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাত করেন শাহজাদ। এর আগে রাজশাহীর ইনিংসের দ্বিতীয় ওভারে আরও একবার সাব্বির-শাহজাদ দ্বন্দ্বে জড়ান। জুনায়েদ সিদ্দিকী আউট হওয়ার পর পঞ্চম বলে ব্যাট করতে যান সাব্বির রহমান। রুবেল হোসেনের করা ফুলটস বলে ঠিকমত ব্যাটে সংযোগ ঘটাতে না পারায় পেছন থেকে তাকে কিছু একটা বলেছিলেন শাহজাদ। আর তাতেই রেগে যান সাব্বির। উইকেটের পেছনে গিয়ে বাকবিতণ্ডায় জড়ান এই দুই খেলোয়াড়।

/আরআই/কেআর/