ধোনির মন্ত্রেই স্যামির সাফল্য

ড্যারেন স্যামিসাফল্যের রহস্যটা কী? সংবাদ সম্মেলনে সেটাই জানালেন ড্যারেন স্যামি। ধোনি মন্ত্রেই সাফল্য পেয়েছেন বললেন তিনি।

ফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে ‍দুই দলকে, এমন সমীকরণ সামনে রেখেই এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। চিটাগংয়ের দেওয়া ১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে রাজশাহী যখন ব্যাটিং বিপর্যয়ে তখন ত্রাতার ভূমিকায় অধিনায়ক ড্যারেন স্যামি। দলীয় ৫৭ রানে ষষ্ঠ উইকেটের পতন হলে ক্রিজে নামেন ড্যারেন স্যামি। সেখান থেকে অসাধারণ ব্যাটিং করে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে নিজেদের ফাইনাল খেলার স্বপ্নটা বাঁচিয়ে রাখলেন রাজশাহীর অধিনায়ক।

এই সাফল্যের রহস্যটা কী? সংবাদ সম্মেলনে সেটাই জানালেন ড্যারেন স্যামি। ধোনি মন্ত্রেই সাফল্য পেয়েছেন বললেন তিনি, ‘ধোনি (মহেন্দ্র সিং) আমার পছন্দের ক্রিকেটার। আমি তার ভক্ত। রান তাড়া করতে গেলে লক্ষ্য থাকবে কাছাকাছি যাওয়ার। সে সময়ে আপনি জয়ের সুযোগ নিজেই তৈরি করতে পারবেন। আমি সেই কাজটি করার চেষ্টা করে সফল হয়েছি।’

ফ্র্যাঙ্কলিন আউট হয়ে সাজঘরে ফেরার সময় বার্তা দিয়েছিলেন স্যামিকে। সেই বার্তা কাজে লাগিয়েই সাফল্য পেয়েছেন তিনি, ‘আমরা রান রেট অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করিনি। আমরা জানতাম আমাদের একটি বড় ওভার লাগবে। ফ্র্যাঙ্কলিন আউট হওয়ার পর আমাকে বলে গিয়েছিল, তুমি হাতখুলে খেল। ব্যাটিংটাকে উপভোগ কর। তুমি সুযোগ নিলে হয়তো আমরা পারব। আক্রমণে যাও, দেখবে পরিবেশ আমাদের অনুকূলে চলে আসবে।’

জয়ের পর সবচেয়ে ভালো অনুভূতি ব্যক্ত করে তিনি বলেছেন, ‘একটা ভালো দিক ছিল আমরা ফ্র্যাঙ্কলিনের পর মাত্র একটি উইকেট হারিয়েছি। আমি, মিরাজ (মেহেদি হাসান) ও ফরহাদ (রেজা) শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছি।’

/আরআই/এফএইচএম/