তারপরও গর্বিত মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহব্যাটিং ব্যর্থতা নিয়েই শুধু হতাশ মাহমুদউল্লাহ। বাদবাকি সব ভালোই গেছে বলেছেন তিনি।

রাজশাহী কিংসের বিপক্ষে হেরে ফাইনাল খেলার স্বপ্নটা শেষ হয়ে গেছে খুলনা টাইটানসের। তারপরও খুশি দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ। এতোদূর যে আসবেন শুরুতে কল্পনাও করেননি তিনি। তাই ফাইনালে না খেলার খানিকটা আফসোস থাকলেও খেলোয়াড়দের চেষ্টায় সন্তুষ্ট তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমাদের দল এবার যেমন ছিল, খুব ভালো হৃদয়ের কয়েকজন খেলোয়াড় ছিল। যারা দলের জন্য খেলতে চায়, দলের জন্য জান প্রাণ দিয়ে খেলতে চায়। এর জন্যই এতোদূর আসতে পেরেছি, সেমিফাইনাল খেলেছি। এর চেয়ে বেশি হয়তো আশা করা ঠিক হতো না। তারপর চেষ্টা করেছি আমার দিক থেকে দলকে উজ্জীবিত রাখার।হয়তো ঠিক মতো পারিনি, তবে চেষ্টাটা ছিল।’

যদিও সংবাদ সম্মেলনের বেশিরভাগ অংশ জুড়েই থাকলো ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা। এর আগে যতোবারই মাহমুদউল্লাহ সংবাদ সম্মেলনে এসেছেন ব্যাটিং ব্যর্থতার গল্পই বলেছেন। আজ আবারও বললেন, ‘হতাশতো অনেক আগে থেকেই। কারণ ব্যাটসম্যানরা ঠিক মতো দায়িত্ব পালন করতে পারছিল না। কয়দিন বোলাররা ছোট ছোট সংগ্রহ নিয়ে ডিফেন্ড করে ম্যাচ জেতাল। তারপরও আমাদের দল নিয়ে আমি গর্বিত, যেভাবে আমরা খেলেছি। সেদিক থেকে আমি বলব আমরা খুব ভালো ক্রিকেটই খেলেছি। ব্যাটিংটা ভালো হলে আরও ভালো কিছু হতে পারতো। দুর্ভাগ্যবশত হয়নি। আশা করি পরের বছর হবে।’

এমন দল নিয়ে এতোটা ভালো খেলার রহস্য উন্মেচন করতে গিয়ে খুলনার অধিনায়ক বলেছেন, ‘আমি আমার প্রথম টিম মিটিংয়ে বলেছিলাম আমাদের টিম স্পিরিট যদি ভালো থাকে তাহলে সবাই মিলে একসঙ্গে ভালো কিছু করতে পারব। বোলিং বিভাগে সবাই খুব ভালো করেছে। ব্যাটিং হয়তো একদুইদিন কেউ কেউ ক্লিক করেছে; কেউ কেউ করেনি। এটাই চিন্তার বিষয় ছিল পুরো টুর্নামেন্টে। আমি বলব পুরো টুর্নামেন্টে ব্যাটিংটাই আমাদের ভুগিয়েছে। আমরা চেষ্টা করেছিলাম ওয়ার্কআউট করার। কিন্তু কোনও কারণে হয়তো হয়নি।’

/আরআই/এফএইচএম/