বিপিএল থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে মারুফ

মেহেদী মারুফশনিবার মাশরাফির নেতৃত্বে বাকি খেলোয়াড়রা সিডনির উদ্দেশ্যে বিমানে চাপবে। এই দলের সঙ্গে যোগ দেবেন মারুফও।

অস্ট্রেলিয়ার ১০ দিনের ক্যাম্পে ডাক পেলেন ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদী মারুফ। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি আসরে ঢাকার হয়ে শুরুতে ভালো ব্যাটিং করলে শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলেন এই ওপেনার। ১৪ ম্যাচে ২৬.৬৯ গড়ে ৩৪৭ রান করেন মারুফ। তার সর্বোচ্চ রান অপরাজিত ৭৫।

শনিবার মাশরাফির নেতৃত্বে বাকি খেলোয়াড়রা সিডনির উদ্দেশ্যে বিমানে চাপবে। এই দলের সঙ্গে যোগ দেবেন মারুফও।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার সিডনিতে ১০ দিনের ক্যাম্প শেষে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে যাবে। ওখানে এক মাসের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে। ওয়ানডের পর আগামী বছরের ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ জানুয়ারি মাউনগানুইতে। একই মাঠে ৮ জানুয়ারি হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। এরপর ১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০ থেকে ২৪ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রাথমিক দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, মেহেদী মারুফ ও তানভীর হায়দার।

/আরআই/এফএইচএম/