ওয়ার্নার ঝড়ে সিলেটের ১৫৮ রান

ডেভিড ওয়ার্নারবিপিএলের মাঝপথে দেশে ফেরা নিয়ে নাটক চললেও ডেভিড ওয়ার্নার নিজের কাজ ঠিকমতো করলেন। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আরেকটি ঝড়ো ইনিংস খেললেন সিলেট সিক্সার্সের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। তার ফিফটিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৮ উইকেটে ১৫৮ রান করেছে স্বাগতিকরা।

রংপুর রাইডার্সের বিপক্ষে ঝড়ো ফিফটির পর টানা দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন ওয়ার্নার। টস জিতে ব্যাট করতে নামা সিলেট ৮৬ রানে ৫ উইকেট হারায়। এই বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন বাঁহাতি ব্যাটসম্যান।

আগের ম্যাচের দুর্দান্ত উদ্বোধনী জুটি এদিন ভেঙেছে পঞ্চম ওভারে। স্কোরবোর্ডে ৩৮ রান থাকতেই পরপর দুই ওভারে ফিরে যান লিটন দাস (২৭) ও সাব্বির রহমান (১১)। তারপর ৮ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় সিলেট।

জাকের আলীকে নিয়ে দলকে স্বস্তি এনে দেন ওয়ার্নার। তাদের ৬৩ রানের জুটিতে লড়াই করার মতো স্কোর দাঁড় করায় সিলেট। ৪৩ বলে ৮ চার ও ১ ছয়ে ইনিংস সেরা ৬৩ রানে সাকিব আল হাসানের শিকার হন ওয়ার্নার। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকান ডানহাতি পেসার অ্যান্ড্রু বার্চের কাছে টানা দুই উইকেট হারায় সিলেট। জাকের করেন ২৫ রান।

বার্চ সর্বোচ্চ ৩ উইকেট নেন ঢাকার পক্ষে। দুটি পান সাকিব।