শঙ্কামুক্ত হলেও নিবিড় পর্যবেক্ষণে সোহরাওয়ার্দী শুভ

আহত শুভতাসকিন আহমেদের বাউন্সারে আহত ভিক্টোরিয়ার ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ এখন শঙ্কামুক্ত। তবে শঙ্কামুক্ত হলেও রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আপাতত তাকে নিবিড় পর্যবেক্ষ‌‌‌ণে রাখা হয়েছে।

শনিবার ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তাসকিনের বাউন্সারে আহত হয়ে মাঠ ছাড়েন অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ। ম্যাচের ২৫তম ওভারে ঘটে এই দুর্ঘটনা। তাসকিনের একটি শর্ট বল না খেলে ছেড়ে দিয়েছিলেন শুভ। কিন্তু বলটি প্রত্যাশিত উচ্চতায় না এসে অনেকটা নিচু হয়ে আসে। বলে চোখ রেখে শুভও চেষ্টা করেছেন যতটা সম্ভব নিচু হতে; তবুও পারেননি এড়াতে। বল আঘাত করে হেলমেটের ঠিক নিচে তার ঘাড়ের ডানপাশে।

এরপর দ্রুত তাকে অ্যাপলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যান ও এমআরআই করা হয় শুভর। রিপোর্টে নেতিবাচক কিছু ধার পড়েনি বলে জানান বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, ‘তাৎক্ষনিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার অবস্থা আমরা ভালোই পাই। আমাদের ডাক্তার আমিন ওর (শুভ) সঙ্গে আছেন। আমি জেনেছি শুভ'র সিটি স্ক্যান এবং এমআরআইতে কোনও নিউরোলজিক্যাল সমস্যা ধরা পড়েনি। তবে ঘাড়ে একটু সমস্যা আছে, এ মুহূর্তে নিউরোলজিস্ট তাকে দেখছেন। আর কিছুক্ষণ পর সম্পূর্ণ ফল জানতে পারবো। তবে এ মুহূর্তে বড় কোনও সমস্যা নেই।’

তিনি আরও যোগ করেন, ‘আশংকা করা হচ্ছে ঘাড়ের সেকেন্ড সারভাইকাল ভার্টিকাতে ছোট একটা চিড় ধরা পড়েছে। তবে কতটা গুরুতর তা এখনও নিশ্চিত নয়। এ ব্যপারে নিউরোলিজিস্ট এখনও কিছু বলেনি। শুভ আগামী ২৪ ঘণ্টা নিবিঢ় পর্যবেক্ষণে থাকবে।'

ভিক্টেরিয়ার চেয়ারম্যান নেছারউদ্দিন কাজল বলেন, ‘শুভ শঙ্কামুক্ত। কিছুক্ষণ আগেও কথা বলছে। আশা করি কিছু হবে না। হয়তো আজকের দিনটা হাসপাতালে থাকতে হবে।’

/আরআই/এমআর/