ব্র্যাডম্যানের সঙ্গে তুলনায় বিব্রত কুক

COOK_A-large_trans++qVzuuqpFlyLIwiB6NTmJwfSVWeZ_vEN7c6bHu2jJnT8ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে শতক হাঁকিয়েছেন অ্যালিস্টার কুক। ১০৫ রান করে বিদায় নেন ইংলিশ দলপতি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি। যার মাধ্যমে তিনি ছুঁয়েছেন ডন ব্র্যাডম্যানের ২৯ শতকের রেকর্ড। ব্র্যাডম্যান অবশ্য ২৯ সেঞ্চুরি করেছিলেন ৫১ টেস্টে, কুকের সেখানে লেগেছে ১৩১ টেস্টে!

ফলে বারবারই চলে আসছে ব্র্যাডম্যানের সঙ্গে কুকের তুলনা। তবে, এমন কীর্তি গড়েও নিজেকে ব্রাডম্যানের সঙ্গে মেলাতে রাজি নন কুক। তিনি বলেন, 'এটা শুধুমাত্র ইংল্যান্ডের হয়ে আমার একটি শতক। প্রথম ইনিংসে রান করা সব সময় গুরুত্বপূর্ণ। সত্যিই আমি স্যার ডনের সঙ্গে তুলনায় কিছুটা বিব্রত। এই দুটির মধ্যে কোনও তুলনা হয় না। তিনি ২৯টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন আমার চেয়ে অর্ধেক কিংবা তারও কম ম্যাচ খেলে। তবে ভালো লাগছে সেঞ্চুরি সংখ্যায় ২৮ পেরোতে পেরেছি বলে।’

গত বছরের অক্টোবরে আবুধাবিতে এই পাকিস্তানের বিপক্ষে ২৬৩ করার পর এই প্রথম তিন অঙ্কের দেখা পেয়েছেন কুক। মাঝে ১০টি টেস্ট খেললেও রান পাননি। কুক বলেন, 'একটু নির্ভার লাগছে। প্রথম ইনিংসের সেঞ্চুরি সব সময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ। অনেক দিন পরেই আমি ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করলাম।'

কয়েকদিন আগে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের করা কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে প্রথম ১০ হাজার রানের রেকর্ড ভেঙেছিলেন কুক।

/এমআর/