নভেম্বরে শুরু শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের কাজ

নভেম্বরে শুরু শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের কাজধীরে ধীরে পাল্টে যাচ্ছে ধানমণ্ডির আবাহনীর চিরচেনা দৃশ্য। পুরো কমপ্লেক্স ঘিরে নতুন আবাহনীকে দেখা যাবে। ইতোমধ্যে অনেকখানি পাল্টে গেছে আবাহনী মাঠও। তবে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের কাজ শুরু হবে নভেম্বরে।
শুক্রবার শেখ কামালের ৬৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এমন তথ্য জানান আবাহনী লিমিটেড-এর চেয়ারম্যান সালমান এফ রহমান। প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই কমপ্লেক্স। একটি চীনা নির্মাণকারী প্রতিষ্ঠান দ্রুততম সময়ের মধ্যে কমপ্লেক্সটি নির্মাণ করবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আশা করি নভেম্বরের শুরুতে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের কাজ শুরু করতে পারবো।’
চলতি মৌসুমে আবাহনী ফুটবল, ক্রিকেট এবং হকিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এমন সাফল্যে উদ্ভাসিত আবাহনীর চেয়ারম্যান বলেন, ‘প্রতিবার ৫ আগস্ট এই মঞ্চে সমালোচনা শুনতে হয়, ক্লাব ভালো করতে পারছে না। এবার কিন্তু আমরা ক্রিকেট, ফুটবল ও হকিতে চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি আগামীতে এই সাফল্য অব্যাহত থাকবে।’

আবাহনী লিমিটেড-এর চেয়ারম্যান সালমান এফ রহমান।

প্রসঙ্গত, শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্সের মূল ভবনে থাকবে চার হাজার স্কয়ার ফুটের কনভেনশন হল। যেখানে চার-পাঁচটি অনুষ্ঠান একই সঙ্গে হতে পারবে। থাকবে ক্লাব হাউজ, বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার, ছাদের ওপর টেনিস কোর্ট, অত্যাধুনিক সুইমিংপুল, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক সুইমিংপুল, জিমনেসিয়াম, ফিজিওথেরাপির ব্যবস্থা, সর্বাধুনিক স্পা, খেলোয়াড়দের জন্য আধুনিক আবাসিক ব্যবস্থা, তাদের জন্য আলাদা সুইমিংপুল, জিমনেসিয়াম, বিদেশি কোচ এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন আবাসিক ব্যবস্থা, খেলার আগে গেম প্ল্যান করার জন্য বিশেষ রুম, ম্যাচ বিশ্লেষণ করার মতো সুযোগ-সুবিধা, সাত হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, মাঠের চারপাশে ওয়াকওয়ে। এছাড়া আরও অনেক সুবিধা থাকবে যা কিনা কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করলে চমকে দেবে সবাইকে। মূল ভবন থেকে আবাহনীর খেলোয়াড়দের জন্য নির্ধারিত ভবন থাকবে আলাদা। থাকবে বছরব্যাপী খেলোয়াড়দের প্রশিক্ষণ ব্যবস্থা।

উল্লেখ্য, শেখ কামাল তার জীবদ্দশায় একটি ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলার স্বপ্ন দেখতেন। কিন্তু নির্মাণ করে যেতে পারেননি তিনি। তার সেই স্বপ্ন অনেক দেরিতে হলেও বাস্তবায়িত হতে যাচ্ছে।

ছবি: সাজ্জাদ হোসেন।

/আরআই/এফআইআর/ এমএসএম/