বৃষ্টির বাধায় শীর্ষস্থান হারালো ভারত

বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। তাই আড্ডায় মশগুল কোহলিরা।বৃষ্টির বাধায় ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শেষ টেস্ট ড্র হয়েছে। সোমবার পঞ্চম দিনেও খেলা চালানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কুইন্স পার্ক ওভালের টেস্টটি ড্র ঘোষণা করা হয়।

এরই কল্যাণে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারালো ভারত। এক নম্বরে উঠে গেছে মিসবাহ-উল-হকের পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজ-ভারত চতুর্থ টেস্টে চার দিনে খেলা হয়েছে মোটে ২২ ওভার। মাঠ খেলার উপযোগী না হওয়ায় পঞ্চম দিন স্থানীয় সময় সাড়ে ৯টায় টেস্ট ড্র ঘোষণা করেন আম্পায়াররা। ফলে ৪ টেস্টের সিরিজ ২-০তে জিতে নিল ভারত।

গত বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন বৃষ্টির ফাঁকে যা খেলা হয় তাতে ২ উইকেটে ৬২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েইট ৩২ ও মারলন স্যামুয়েলস ৪ রানে অপরাজিত।

১১১ পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছে পাকিস্তান। ১১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। এরপর রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

/এমআর/