শীতকালে টেস্ট খেলতে চায় দক্ষিণ আফ্রিকা

শীতকালে টেস্ট খেলতে আগ্রহী দক্ষিণ আফ্রিকা দিনকয়েক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা। শীতকালীন এই টেস্ট সিরিজে ইতিবাচক ফল পাওয়ায় এখন থেকে এই মৌসুমে খেলতে আগ্রহ দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আয়োজনের পরে ইতিবাচক সাড়া পাওয়া গেছে ক্রিকেটার ও প্রশাসনিক পর্যায় থেকে।

একইভাবে সাড়া দিয়েছেন প্রোটিয়া ক্রিকেটার ফাফ ডু প্লেসিসও। তার মতে, ‘আমরা আরও বেশি টেস্ট খেলতে চাই। আর সেটা যদি শীতকালেই হয় তাহলে কেনও নয়?’

তিনি আরও যোগ করেন, ‘মাঠের কথা যদি বলতে হয় তাহলে সেটা ছিল অসাধারণ।  এ সময়ের আবহাওয়া, পিচ এবং আউট ফিল্ড; সবকিছুই ছিল দুর্দান্ত।’

এতদিন পিচের অবস্থা চিন্তা করেই শীতকালে টেস্ট খেলার পক্ষে ছিল না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তবে শীতকালে সব খানে শুষ্ক থাকলেও কেপে বৃষ্টির কারণে সেখানে মাঠ থাকে খেলার অনুপযুক্ত। উল্টো দিকে মাঠে প্রচুর ঘাস থাকায় এবার পেসারদের ভালোই সহযোগিতা দিয়েছে সেঞ্চুরিয়ন।   

/এফআইআর/