আফগানিস্তানের সঙ্গে খেলতে আত্মবিশ্বাসী তামিম

তিন সপ্তাহ পর অনুশীলনে তামিম ইকবাল২৭ আগস্ট স্কিল ক্যাম্পের শুরুর দিকে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে বাম হাতের কড়ে আঙুলে আঘাত পান ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আঙুলে চিড় ধরা পড়ায় অনুশীলন থেকে বিরত থাকেন তিনি। যদিও তিন সপ্তাহ পর রবিবার ব্যাটিং অনুশীলন করেছেন এই টাইগার ওপেনার।

এদিন প্রায় সব বোলারকে নাস্তানাবুদ করে ছেড়েছেন এই ওপেনার। প্রথমদিন অনুশীলন করে ব্যথা অনুভব করেননি তিনি। সেই সঙ্গে তিনি এ-ও জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে খেলতে কোনও সমস্যা হবে না।

অনুশীলন শেষে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আঙুল এখনও ভাঙা আছে। তবে ব্যথা নেই। ব্যথা থাকলে তো আর আজ নেটে ব্যাটিং করতে পারতাম না। তবে সব কিছু নির্ভর করছে আমার ওপর, আমি সেটা কিভাবে হ্যান্ডেল করব। আজ ব্যাটিং করলাম কোনও সমস্যা হয়নি। এভাবে থাকলে আমার মনে হয় না, আফগানিস্তান সিরিজে খেলতে কোনও সমস্যা হবে।’

উল্লেখ্য, রবিবার সিটি স্কিন করানোর পর তামিমের আঙুলে কোনও সমস্যা পাওয়া যায়নি বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। সেই সঙ্গে তিনি জানান, ‘আফগানিস্তানের বিপক্ষে তামিমের খেলার বিষয়টি নির্ভর করে তামিমের ওপরই।’

 আরও পড়ুন: বল এখন তামিমের কোর্টে!

/আরআই/এমএনএইচ/