আমরা জানি কিভাবে জিততে হয় : সাকিব




cricket-ban-zim_9f075138-fd9f-11e5-89a7-e0427befb59e


আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি একদিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার দুটিতে জিতেছে টাইগাররা। শেষটি রবিবার মিরপুরে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের যে ম্যাচে জয়ের দাঁড়প্রান্তে থাকা আফগানিস্তানকে ৭ রানে হারিয়ে দেয় স্বাগতিকরা। এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান।
আফগানদের বিপক্ষে জয়ের পেছনে সাকিব চিহ্নিত করেছেন দলের অভিজ্ঞতাকে। তার মতে, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আফগানিস্তানেরই জেতা উচিত ছিল, যদিও অভিজ্ঞতার অভাবেই তারা পারেনি।
দলীয় ৪৬ রানে আফগান দুই ওপেনার ফিরে গেলেও তৃতীয় উইকেটে ১৪৪ রান করে অতিথিরা। তাতে হারের শঙ্কাই জন্ম নিলেও সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরে টাইগাররা।
ম্যাচের যা অবস্থা ছিল তাতে করে এক সময় বাংলাদেশের সম্ভাবনার প্রদীপ গিয়েছিল নিভে। সাকিবও স্বীকার করলেন তা, ‘যে পরিস্থিতি ছিল, জেতাটা ওদের উচিত ছিল। আমার কাছে মনে হয় ওদের অভিজ্ঞতার ঘাটতির কারণে পারেনি। আর আমাদের অভিজ্ঞতা কাজে লেগেছে। আমাদের অনেক খেলোয়াড়ের অনেক বেশি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আমরা জানি কিভাবে জিততে হয়।’
প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। তাই সবকিছু ঠিকঠাক মতো হয়নি, যদিও পরের ম্যাচে সব ঠিক হয়ে যাবে বলে আশা সাকিবের, ‘প্রথম ম্যাচ সবসময়ই একটু কঠিন। আমরা যেহেতু অনেক দিন পর খেললাম, তাই আমার মনে হয় দ্বিতীয় ম্যাচ থেকে সবকিছু আরও ভালো হবে।’
/আরআই/কেআর/