‘আরও ভালো লাগতো সব ফরম্যাটে সর্বোচ্চ রান হলে’





aaaaaa‘যদি রান ও উইকেট দুটিতেই তিন ফরম্যাটে সবার ওপরে থাকতাম, তাহলে অনেক বড় অর্জন হতো। তবে সুযোগ আছে। দেখা যাক, ক্যারিয়ার শেষ হতে হতে কোথায় অবস্থায় করি’-কথাগুলো সাকিব আল হাসানের। রবিবার নতুন এক কীর্তি গড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে দুটি উইকেট নিয়ে ওয়ানডে ক্রিকেটে আব্দুর রাজ্জাককে টপকে সবচেয়ে বেশি উইকেট এখন তার দখলে। শুধু তাই নয়, সব ফরম্যাটের ক্রিকেট বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনিই।
এমন অর্জনে স্বভাবতই খুশি সাকিব। তবে সব ফরম্যাটের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হতে পারলে আরও ভালো লাগতো তার। রবিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেছেন, ‘ভালো লাগছে। তিন ফরম্যাটে সর্বোচ্চ রান করতে পারলে আরও ভালো লাগতো। শেষ এক বছরে দল এতো ভালো খেলছে যে, ব্যাটিংয়ের সুযোগ হচ্ছে না সেভাবে। ব্যাটিংয়ের সুযোগ হলে হয়তো তিন ফরম্যাটে সবচেয়ে বেশি রানও থাকতো!’
দীর্ঘদিন ধরেই সর্বোচ্চ রান সাংগ্রাহকের দৌড়ে প্রতিযোগিতা চলছে সাকিব-তামিমের। একবার তামিম এগিয়ে যায় তো সাকিব পেছনে পড়ে যায়। যদিও সবার আগে রবিবার তামিম সব ফরম্যাটের ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। সাকিব হয়তো ইংল্যান্ডের সিরিজেই এই মাইলফলকে পৌঁছে যাবেন। কিছুটা আক্ষেপ করেই সাকিব বললেন, ‘এক সময় তো দুটাতে আমিই সর্বোচ্চ রানের মালিক ছিলাম। গত এক বছরে ওরা (টপ অর্ডার ব্যাটসম্যান) এতো ভালো খেলছে যে, আমি ৩০-৪০ রান ছাড়া বেশি করার সুযোগ পাচ্ছি না।’ সঙ্গে যোগ করলেন, ‘আশা করি আমরা এভাবেই অবদান রেখে যেতে থাকবো। আমি, তামিম, মুশফিক তিনজনেরই তিন ফরম্যাটে অনেক রান আছে। আশা করি বাংলাদেশের হয়ে তিনজনই এভাবেই অবদান রাখতে পারবো।’
সব অর্জনই সাকিবের ভালো লাগে। ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েও খুশি তিনি। যদিও সবকিছু ছাপিয়ে নজর থাকে তার দলে অবদান রাখার ওপর, ‘যে কোনও অর্জনই ভালো লাগে। তবে মূল লক্ষ্য থাকে দলে কতটা অবদান রাখতে পারি এবং দলের প্রয়োজনে কতটা ভালো খেলতে পারি।’
/আরআই/কেআর/