টিম কম্বিনেশনের কারণেই বাদ ইমরুল

শেষ তিন ম্যাচে দুটি হাফসেঞ্চুরি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরি এসেছিলো তার ব্যাট থেকে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচেও পেয়েছেন ৩৭ রান। তারপরও দ্বিতীয় ম্যাচে বাদ ইমরুল!  তার বদলে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সুযোগ হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের। নিজের অভিষেক ম্যাচে ব্যাট ও বল হাতে নিজের জাত ঠিকভাবেই চিনিয়েছেন মোসাদ্দেক। তারপরও প্রশ্ন উঠেছে ইমরুলকে বাদ দেওয়ায়।

ইমরুল কায়েস

ইমরুলের দলে না থাকার কারণ হিসেবে অধিনায়ক মাশরাফির দাবি টিম কম্বিনেশেনের কারণেই বাদ দেওয়া হয়েছে। কারণ ব্যাখা করে মাশরাফি বলেন, ‘ইমরুলের বাদ পড়া দূর্ভাগ্যজনক। কম্বিনেশনের কথা যদি বলেন, সৌম্যের সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে না। তারপরও ওপেনিংয়ে আমরা সৌম্যকে প্রেফার করছিলাম। এছাড়া সাত নম্বরে বিশেষজ্ঞ একজন ব্যাটসম্যান আাশা করছিলাম। মুশফিক চারে ব্যাটিং করছিল। প্রস্তুতি ম্যাচগুলোতেও ভালো করেছিলো ওখানে। ওইসব চিন্তা করে ইমরুলকে খেলানো হয়নি। ওর জায়গা থেকে অবশ্যই এটা হতাশাজনক। আশা করছি সামনে খেললেও আরও ভালো করবে।’

/আরআই/এএ/