ডিআরএস নিয়ে বিসিসিআই-এর দ্বারে আইসিসি

ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) আসার পর থেকেই এই নিয়ে ‘রক্ষণশীল’ নীতি অনুসরণ করে আসছে ভারত। ২০০৮ সালের পর থেকে একমাত্র দেশ হিসেবে এর বিরোধীতা করে আসছে দেশটি। যদিও তাদের বক্তব্য ছিল- প্রযুক্তিগত এই পদ্ধতি শতভাগ ঠিক হলেই এর পক্ষে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তাই এর উন্নয়নগত বিষয়গুলো নিয়েই ভারতীয় বোর্ডকে ডিআরএস সংক্রান্ত প্রেজেন্টেশন দেখাতে যাচ্ছে আইসিসি। যেখানে এর উন্নয়গত বিষয়গুলোর সঙ্গে এর ইতিবাচক দিক তুলে ধরবেন আইসিসি জেনারেল ম্যানেজার জিয়োফ অ্যালারডিস।

বলতে গেলে সাবেক ভারতীয় বোর্ড প্রধান শ্রী নিবাসন থেকে শুরু করে, শশাঙ্ক মনোহর ও বর্তমান সভাপতি অনুরাগ ঠাকুর পর্যন্ত এই পদ্ধতির বিরুদ্ধে হয়েছেন উচ্চকণ্ঠ।  তাই গত জুলাইয়ের পর থেকে ডিআরএস এর ওপর আরও বেশি নিয়ন্ত্রণ চাইছে আইসিসি। আর এর ধারাবাহিকতায় এ পদক্ষেপ নিলো আইসিসি।

ভারতে এই প্রেজেন্টেশন আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে। যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিরা এতে উপস্থিত থাকবেন।

/এফআইআর/