‘ইংলিশ বোলারদের বিপক্ষে ব্যাটিংটা হতে হবে ইতিবাচক’

আব্দুল মজিদ। ইংলিশদের বোলারদের বিপক্ষে জাতীয় দলের ব্যাটসম্যানদের খেলার ধরনটা বাতলে দিলেন আব্দুল মজিদ। রবিবার চট্টগ্রামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংলিশ বোলারদের বিপক্ষে ১০৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মজিদ। স্টুয়ার্ট ব্রড-ক্রিস ওকস-জাফর আনসারী-স্টিভেন ফিন-গ্যারেথ ব্যাটি কেউই বাদ পড়েননি আব্দুল মজিদের হাত থেকে! তাইতো ম্যাচ শেষে জাতীয় দলের ব্যাটসম্যানদের ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করার কথা বলেন তিনি, ‘ইংল্যান্ডের বোলাররা একটা জায়গায় বোলিং করতে পছন্দ করে। লাইন লেন্থ খুব একটা পরিবর্তন করে না। ওদের একটা পরিকল্পনা কাজ না করলে ভিন্ন আরেকটায় যায়। মাঝের এই সময়টাতে ব্যাটসম্যানদের সুযোগটা নিতে হবে।’
এসময় জাতীয় দলের বিপক্ষে স্পিনাররা হুমকি হবে না বলে জানান আব্দুল মজিদ, ‘স্পিনাররা হুমকি হবে, তা ঠিক না। ওরা একটা জায়গায় বোলিং করেছে। মাঝে মাঝে কিছু টার্ন ছিল। এ কারণে একটু সুবিধা পেয়েছে।’

মজিদের বিশ্বাস ইংলিশ পেসারদের ব্যর্থতা বাংলাদেশের জন্য আশা সঞ্চার করবে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আশা করি তেমন কিছু হবে না। একটা পরিকল্পনা যখন সফল হবে না, তখন তারা অন্য পরিকল্পনায় বোলিং করবে। আমার বিশ্বাস আমাদের ব্যাটসম্যানরা সফল হবে তাদের বিপক্ষে।’

ভবিষ্যতের জন্য তার এই ইনিংসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন মজিদ, ‘আমরা যারা ঘরোয়া ক্রিকেট লিগ খেলি। আমাদের জন্য প্রস্তুতি ম্যাচটা গুরুত্বপূর্ণ। এখানে ভালো খেললে ওপরের দিকে যাওয়া যাবে। দলে সুযোগ পাওয়ার বিষয়টিতে আমাদের কিছু করার নেই। আমার চেষ্টা থাকবে পারফর্ম করার। যখন নির্বাচকরা মনে করবেন দলের জন্য যোগ্য, তখন নেবেন।’

/আরআই/