আইপিএল-এর মিডিয়া স্বত্ব কিনতে আগ্রহী ফেসবুক-টুইটার

আইপিএল-এর মিডিয়া স্বত্ব কিনতে আগ্রহী ফেসবুক-টুইটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পরবর্তী পর্যায়ের টিভি ও ডিজিটাল মিডিয়া স্বত্ব কিনতে দরপত্র কিনেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটার। পরবর্তী নির্ধারিত সময়ের স্বত্ত্ব কিনতে আরও দরপত্র কিনেছে অ্যামাজন, রিলায়েন্স জিওসহ মোট ১৮টি কোম্পানি।

আগ্রহী কোম্পানিগুলোকে প্রতিযোগিতার মাধ্যমেই স্বত্ব কিনতে হবে। যারা জয়ী হবেন তারা উপমহাদেশে টিভি স্বত্ব পাবেন ২০২৭ সাল পর্যন্ত, ডিজিটাল স্বত্ব ২০২২ সাল পর্যন্ত এবং মিডিয়া স্বত্ব পাবেন ২০২২ সাল পর্যন্ত।   

বর্তমানে সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া আগের টিভি স্বত্বটি কিনে রেখেছে। যার মেয়াদ শেষ হবে ২০১৭ সালের আইপিএল দিয়ে। আর ডিজিটাল স্বত্ব ও বৈদেশিক মিডিয়া স্বত্ব কিনে রেছে স্টার ইন্ডিয়া। এর মেয়াদও শেষ হবে ২০১৭ সালে।

/এফআইআর/