প্রথম শ্রেণির ক্রিকেটেও ফিরলেন মোহাম্মদ আসিফ

আসিফনিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে আগেই ফিরেছেন মোহাম্মদ আমির ও সালমান বাট। আমির তো ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরেছেন পাকিস্তানের জার্সিতে। তাদের সঙ্গে স্পট ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়া মোহাম্মদ আসিফও ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে, তবে প্রথমবার নামলেন প্রথম শ্রেণির ক্রিকেটে। ২০১০ সালের লর্ডস টেস্ট কেলেঙ্কারির পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরার উপলক্ষটা আসিফ রাঙিয়ে নিয়েছেন দলের জয় দিয়ে।

টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছিলেন আসিফ। কিন্তু ভুল পথে পা বাড়িয়ে ফিক্সিং কেলেঙ্কারিতে অন্ধকারে ঢেকে যায় এই পেসারের ক্যারিয়ার। জেল খেটে, নিষিদ্ধ হয়ে শুনতে হয়েছে ধিক্কার। ৩৩ পেরিয়ে যাওয়া সেই আসিফ আবার ফিরেছেন পাকিস্তানের ঘরোয়া লিগে। হ্যামস্ট্রিং চোটে ওয়াটার এন্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথোরিটির প্রথম দুই ম্যাচ খেলতে না পারা এই পেসার ক্রিকেটে ফিরেছেন ইসলামাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে। ফেরাটা মন্দ হয়নি তার। দুই ইনিংসে তার বোলিং ফিগারটা এমন-১৬-৫-৫১-২ এবং ১৩-৬-১৯-২। ৪ উইকেট পাওয়া আসিফ ২০০৯ সালের পর নেমেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে।

/কেআর/