অনেক ভুগিয়ে অবশেষে বিদায় নিলেন স্টোকস

000_HE068৬২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। দুর্দান্ত ব্যাটিংয়ে ওই বিপর্যয় থেকে দলকে টেনে তুলেছেন বেন স্টোকস। খেলেছেন কার্যকরী ইনিংস। বাংলাদেশের বোলারদের অনেক ভুগিয়ে অবশেষে আউট হয়েছেন তিনি ৮৫ রান করে। সাকিব আল হাসানের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরেছেন তিনি। তার আগেই আউট হয়ে গেছেন জনি বেয়ারস্টো। অভিষিক্ত কামরুল ইসলামের বলে বোল্ড হওয়ার আগে করেছেন তিনি ৪৭ রান। তাতে ৭ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ২০১, আর লিড ২৪৬ রানের।

ভাগ্য এবার আর সহায় হয়নি মঈন আলীর। প্রথম ইনিংসে পাঁচবার রিভিউ-ভাগ্য বাঁচিয়ে দিলেও দ্বিতীয় ইনিংসে ইংলিশ এই ব্যাটসম্যান আউট হয়ে গেছেন দ্রুত। ১৪ রান করা মঈনকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন সাকিব আল হাসান। তার উইকেটটি হারিয়ে আরও চাপে পড়ে ইংল্যান্ড। সেই চাপ কাটিয়ে উঠে ইংল্যান্ড স্টোকস-বেয়ারস্টোর জুটিতে। 

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের বোলিংয়ের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। ইংলিশদের টপ অর্ডারের চার ব্যাটসম্যান অ্যালিস্টার কুক, জো রুট, বেন ডাকেট ও গ্যারি ব্যালান্সকে আউট করে চেপে ধরে স্বাগতিকরা। ডাকেটের আউট পর পরই মধ্যাহ্নভোজে গিয়েছিল দুই দল। এর পর ফিরে এসে ব্যালান্সকে আউট করেছেন তাইজুল ইসলাম।

আবারও সেই মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া এই স্পিনার দ্বিতীয় ইনিংসের শুরুতেই ফিরিয়েছেন অ্যালিস্টার কুককে। ইংলিশ অধিনায়ক তার ঘূর্ণিতে ধরা পড়েন স্লিপে মাহমুদউল্লাহর হাতে। প্রথম ইনিংসে ব্যর্থ কুক এবার আউট হলেন ১২ রানে। ইংলিশ অধিনায়ক আউট হওয়ার পর পরই আবার আঘাত বাংলাদেশের। এবার সাকিব আল হাসানের এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন রুট (১)। খানিক পর আবার সাকিব-জাদু, এবার তার স্পিনে কুপোকাত অভিষিক্ত ডাকেট (১৫)। সাকিবের বল ইংলিশ ওপেনারের ব্যাট ছুঁয়ে পায়ে গেলে উঠে যান শূন্যে, শর্ট লেগে দাঁড়ানো মমিনুল হক করেন ক্যাচ অনুশীলন।

বাংলাদেশকে অলআউট করে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে ইংল্যান্ড। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪৫ রানে এগিয়ে থেকে শুরু করেছিলেন দুই ওপেনার অ্যালিস্টার কুক ও বেন ডাকেট।

এর আগে তৃতীয় দিনের শুরুতে মাত্র ২৭ রান যোগ করতেই বাংলাদেশ হারায় তাদের শেষ পাঁচ ব্যাটসম্যান। অলআউট হয়েছে তারা ২৪৮ রানে। আর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছিল ২৯৩ রান।

/কেআর/