সাকিবের ১৫তম ‘৫ উইকেট’

সাকিবের ১৫তম ‘৫ উইকেট’ (ছবি: এএফপি)শনিবার সাকিবের ঘূর্ণিতেই ইংলিশ ব্যাটসম্যানদের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। যেই ঘূর্ণিজাদুতে এদিন সাকিব তার ক্যারিয়ারে ১৫তম বারের মতো ৫ উইকেট অর্জন করেছেন।

শনিবার এর শুরুটা করেছিলেন বেন ডাকেটকে ফিরিয়ে দিয়ে। একে একে জো রুট, মঈন আলী, বেন স্টোকসের পর পঞ্চম শিকার হিসেবে আদিল রশিদকে সাজঘরে ফেরান সাকিব।

এদিন অবশ্য আরও একটি কীর্তি গড়েছেন সাকিব। বাংলাদেশের বোলার হিসেবে টেস্টে ১৫০ উইকেট শিকার করেছেন তিনি। এদিন বেন ডাকেটকে ফিরিয়ে দিয়ে এই মাইলফলকে পৌঁছান বাংলাদেশের সেরা এই ক্রিকেটার।

২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। ওটাই ছিল সাকিবের সর্বোচ্চ সাফল্য। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে তিনবার, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার এবং পাকিস্তান ও ভারতের বিপক্ষে একবার করে পাঁচ উইকেট নিয়েছেন সাকিব।

 /আরআই/এফআইআর/