বোলারদের ২০ উইকেট প্রাপ্তিতে হাথুরুসিংহের আনন্দ

গগগগগগগগগগগচট্টগ্রাম টেস্ট শুরুর দুই দিন আগে এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছিলেন তার বোলারদের সামর্থ্য নেই প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার। যদিও তার বলা কথার জবাবটা সাকিব-মিরাজ-তাইজুলরা বেশ ভালোভাবেই দিয়েছেন। তাতে অবশ্য বেশ খুশি হাথুরুসিংহে। হয়তো তিনি ছেলেদের তাতিয়ে দিতেই এমনটা বলেছিলেন! সংবাদ সম্মেলনে অবশ্য এটা জানা যায়নি।

ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত ডানহাতি অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণি জাদুতেই ২৯৩ রানে অলআউট হয় ইংলিশরা। মিরাজের ৬টি উইকেট ছাড়াও সাকিব-তাইজুল দুটি করে উইকেট নিয়েছেন।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে দায়িত্বটা পুরোপুরি নিয়ে নিলেন সাকিব আল হাসান। টেস্টে ১৫বারের মতো ৫ উইকেট নিলেন এই অলরাউন্ডার। এবার তার ঘূর্ণিতে ইংল্যান্ড ২৪০ রানে অলআউট হয়ে যায়। সাকিব ছাড়াও তাইজুল দুটি এবং কামরুল ও মিরাজ প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

বোলারদের এমন সাফল্যের পর স্বভাবতই খুশি হাথুরুসিংহে, ‘বোলাররা প্রমাণ করেছে তাদের সামর্থ্য রয়েছে। তারা খুব ভালো খেলেছে। আমি তাদের পারফরম্যান্সে সত্যিই ভীষণ খুশি।’

/আরআই/কেআর/