সাকিবে হতাশ মুশফিকও

সাকিব-৭পুরো ম্যাচেই সাকিবের আউটটি নিয়ে আলোচনা হয়েছে খুব। ম্যাচ শেষে টেস্ট অধিনায়ক মুশফিকও হতাশা প্রকাশ করলেন সাকিবের এমন ব্যাটিংয়ে, ‘সাকিব নিজেও জানে কাজটা ঠিক হয়নি। ওর মতো এমন অভিজ্ঞ খেলোয়াড়ের কাছ থেকে আমরা কেউই এটা আশা করিনি। দলে সাকিব যত প্রভাব ফেলবে, এটা আমাদের  জন্য তত ভালো হবে। এটা সাকিব নিজেও জানে। এই পরিস্থিতিতে ভবিষ্যতে যেই থাকবে, চেষ্টা করবে বিষয়গুলো থেকে শেখার।’

প্রথম ইনিংসে যখন ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের লিড নেওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছিল, ঠিক তখনই বাজে একটি শট খেলে মঈন আলীর বলে স্ট্যাম্পিং হয়ে যান সাকিব আল হাসান। তার ওই আউটের পরই বাংলাদেশ আর মাত্র ২৭ রান যোগ করে অলআউট হয়ে যায়। যার ফলে ৪৫ রান এগিয়ে থেকে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস করে শুরু।

প্রধান কোচ হাথুরুসিংহে এবং পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশও সাকিবের আউটকে ‘হতাশাজনক’ বলে উল্লেখ্য করেছিলেন।

প্রসঙ্গত, ব্যাট হাতে সাকিব হতাশ করলেও বল হাতে ঠিকই জ্বলে উঠেছিলেন। প্রথম ইনিংসে দুই উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে সাকিব গুড়িয়ে দেন ইংলিশদের ব্যাটিং লাইনআপ। ওই ইনিংসে ১৫বারের মতো ৫ উইকেট তুলে নিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

/আরআই/কেআর/