সেরা চারে চোখ রাজশাহী কিংসের

অনুশীলনে ব্যস্ত রাজশাহী কিংসআগামী ৪ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। নতুন আসরের জন্য দলগুলো অনুশীলন শুরু করে দিয়েছে ইতিমধ্যে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। এবারের আসরে রাজশাহীর প্রাথমিক লক্ষ্য সেরা চারে উঠা।

এই দুই দল বিকেএসপিতে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে গত এক সপ্তাহ ধরে। সবার আগে কুমিল্লা অনুশীলন শুরু করলেও একদিন পর অনুশীলন শুরু করে রাজশাহী কিংস। প্রধান কোচ সারোয়ার ইমরানের তত্ত্বাবধানে কোচিং করছে রাজশাহী।

রাজশাহী কিংসের তিন ক্রিকেটার রয়েছেন ঢাকা টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডে। মমিনুল হক, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান দলে থাকায় এদের ছাড়াই অনুশীলন শুরু করেছে রাজশাহী কিংস।

বিপিএলের চতুর্থ আসরে রাজশাহী কিংস তাদের প্রাথমিক লক্ষ্য স্থির করছে। এ ব্যাপারে রাজশাহী কিংসের প্রধান কোচ সারোয়ার ইমরান বলেছেন, ‘আমাদের আপাতত লক্ষ্য সেরা চারে নিজেদের দেখা। সেখানে যেতে পারলে ফাইনাল নিয়ে চিন্তা করব। আমরা এরই মধ্যে অনুশীলন শুরু করেছি। জাতীয় দলের ব্যস্ততার কারণে আমরা এখনও সবাইকে পাইনি। তবে এটা একটি ভালো দিক আমাদের দলের চার জন ক্রিকেটার জাতীয় দলে খেলছে। এই মূহূর্তে আমরা আমাদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে উন্নতির জন্য চেষ্টা করছি। আমি আশাবাদী দল হিসেবে আমরা ভালো পারফরম্যান্স উপহার দিতে পারব।’

রাজশাহী কিংস স্কোয়াড : সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল হোসেন অপু, রকিবুল হাসান, আবুল হাসান রাজু, রনি তালুকদার, সালমান হোসেন, এবাদত হোসেন, মিলিন্দা শ্রীবর্ধনে, উপল থারাঙ্গা, সামিত পাটেল, ড্যারেন স্যামি ও মোহাম্মদ সামি।

/আরআই/কেআর/