ডিআরএস বোঝেন না তামিম!

tamim-0ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) পদ্ধতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে চট্টগ্রাম টেস্টের শুরু থেকেই। কারণও আছে। এর আগে কখনোই এত ডিআরএস নেওয়ার রেকর্ড নেই। চট্টগ্রাম টেস্টে দুই দল মিলে ২৬টি রিভিউ নিয়েছে, যেখানে ১১বার আম্পায়ারদের সিদ্ধান্ত বদল হয়েছে।

তাই তো ঢাকা টেস্টেও রিভিউ সিস্টেম নিয়ে আছে ভয়। তামিম অবশ্য অতকিছু ভাবতে চান না। কারণ তিনি রিভিউ জিনিসটাই বোঝেন না, ‘এটা একটা আজব জিনিস। আমি খুব একটা ভালো বুঝি না। এটা আসলে কিছু সময় আমাদের পক্ষে যাবে, কিছু সময় ওদের পক্ষে যাবে। অনেকটা ভাগ্যের ওপরও নির্ভর করে। আমি মনে করলাম এটা ক্লোজ, কিন্তু আম্পায়ার মনে করল ভিন্ন। এসব নিয়ে আমরা আসলে খুব একটা চিন্তিত নই। আমাদের সবকিছুর আগে ভালো খেলতে হবে। ভালো খেলার জন্য যা যা করা দরকার, আমরা সেখানেই বেশি ফোকাস করছি।’

/আরআই/কেআর/