দ্বিতীয় দিনে ইংল্যান্ডের চাওয়া বড় জুটি

ইংল্যান্ড-11৫০ রানে ৩ উইকেট হারিয়ে প্রথম দিন শেষে কিছুটা ব্যাকফুটে ইংল্যান্ড। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ইংলিশরা পিছিয়ে আরও ১৭০ রানে। আর তাই তো শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে বড় জুটি চায় ইংলিশরা।

প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে ইংল্যান্ড দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন মঈন আলী। নিজেদের লক্ষ্য নিয়ে তিনি বলেছেন, ‘শেষ বিকালে গ্যারি ব্যালেন্স উইকেটে থেকে গেলে আমাদের জন্য ভালো হতো। এখন আমাদের প্রয়োজন কয়েকটা জুটির। আমরা চেষ্টা করবো অনেকক্ষণ ধরে খেলে সেই কাজটাই করতে। আমাদের দলে বেশ কয়েকজন ভালো মানের ব্যাটসম্যান রয়েছে। আশা করি আমরা যেভাবে চাইছি, সেভাবে মনোযোগ ধরে রাখতে পারব।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের মনোযোগ থাকবে ইতিবাচক ক্রিকেট খেলার। বাংলাদেশ স্পিন আক্রমণ দিয়ে আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করবে। আমরা আশা করি ভালো কোনও জুটি গড়তে পারব।’

ম্যাচের যা অবস্থা তাতে করে দুই দলের সমান সম্ভাবনা রয়েছে। মঈন আলীও তেমনটাই মনে করছেন, ‘দুই দলের জন্যই ফিফটি ফিফটি চান্স। আমাদেরকে টিকে থাকতে হলে বড় জুটি করতে হবে। তবে ম্যাচে যে কোনও কিছুই হতে পারে। আমরা আপাতত ২২০ রান টপকানোর দিকেই মনোযোগী থাকতে চাই।’

বোলারদের প্রশংসা করে মঈন আলী বলেছেন, ‘আজও (শুক্রবার) দারুণ একটি দিন কেটেছে। আমাদের বোলাররা উইকেটের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে ২২০ রানে অলআউট করে দিতে সক্ষম হয়েছে। ১৭১ রান থেকে ২২০ রানে অলআউট করাটা অবশ্যই কৃতিত্বের বিষয়। সব মিলিয়ে বলবো দিনটা খারাপ ছিল না।’

শুক্রবার বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান মঈন আলী। ৫৭ রান খরচায় তিনি তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। নিজের বোলিং নিয়ে তিনি বলেছেন, ‘আমি সত্যিই দারুণ খুশি ৫ উইকেট পেয়ে। বিশেষকরে আমার থার্ড স্পেলটায় আমি সফল হয়েছি।’

সাফল্যের রহস্য জানতে চাইলে তিনি বলেছেন, ‘আসলে কিভাবে হয়েছে, সেটা নিয়ে আমি নিশ্চিত নই। আমি ধারাবাহিকভাবে এক জায়গায় বোলিং করে যাওয়ার চেষ্টা করেছি, হয়তো এই কারণেই সফল হয়েছি।’

/আরআই/কেআর/