আ. লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ

আ. লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদবাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। আজ বুধবার সন্ধ্যায় এটি নিশ্চিত করেন সম্পাদক হারুনুর রশিদ নিজেই।

ক্রীড়াঙ্গনে ‘হারুন ভাই’ হিসেবে একনামে পরিচিত হারুনুর রশিদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে খেলাধুলার মাধ্যমে জনগণের কাছে যাওয়ার, দেশের ক্রীড়াঙ্গনকে সুন্দর ও স্বচ্ছ করে আরও উন্নয়নের দিকে ধাবিত করার কথা বলেছেন। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে এই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।’

বিগত কমিটিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক তারকা ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল।এ পদে সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক ও মানিকগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য নাইমুর রহমান দূর্জয়, সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক ও বর্তমান যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও সাবেক জাতীয় তারকা ফুটবলার বাদল রায়ের নাম শোনা  যাচ্ছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চূড়ান্ত সিদ্ধান্তে  মনোনীত  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে হারুনুর রশিদই এই দায়িত্ব পেলেন।

এ নিয়ে আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির ৭৫টি পদ পূরণ হলো। বর্তমানে সভাপতিমণ্ডলীর তিনটি ও সম্পাদকমণ্ডলীর তিনটি পদ বাকি আছে।

/আরএম/এফআইআর/