বোলিংয়ের অনুমতি পেলেন হাফিজ

হাফিজঅবৈধ্য বোলিং অ্যাকশনে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ হাফিজ। অবশ্য অলরাউন্ডার হওয়ায় পাকিস্তানের হয়ে তিনি খেলা চালিয়ে গেছেন শুধু ব্যাটসম্যান হিসেবে। ২০১৫ সালের জুনে ১২ মাসের জন্য নিষিদ্ধ হওয়া এই পাকিস্তানি বুধবার ছাড়পত্র পেয়েছেন বোলিংয়ের। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে খবরটি।

৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দিয়েছিলেন নতুন করে। যে পরীক্ষায় ছাড়পত্র পেয়েছেন হাফিজ। পরীক্ষায় দেখা গেছে অফ স্পিনের সময় আইসিসির বেধে দেওয়া ১৫ ডিগ্রির মধ্যেই থাকছে তার কনুই। তাই বোলিং করার ওপর আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না। অবশ্য আইসিসি এও জানিয়ে রেখেছে, আম্পায়ারদের তার বোলিং অ্যাকশন ‘অবৈধ্য’ মনে হলে করতে পারবেন রিপোর্ট।

অবৈধ্য বোলিং অ্যাকশনে এই পাকিস্তানি অলরাউন্ডার রিপোর্টেড হন গত বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে। ২০১৪ সালের নভেম্বরের পর দ্বিতীয়বার সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য তাকে নিষিদ্ধ করেছিল আইসিসি। ক্রিকইনফো

/কেআর/