পিএসএলে বোলিং কোচ রাজ্জাক

আবদুল রাজ্জাকআন্তর্জাতিক ক্রিকেটে খেলার সম্ভাবনা শেষ না হলেও কোচিংয়ে নাম লিখলেন পাকিস্তানের অলরাউন্ডার আবদুল রাজ্জাক। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্লাডিয়েটরস তাকে সহকারী ও বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ করেছে। লিগের দ্বিতীয় আসরে রাজ্জাক স্থলাভিষিক্ত হবেন ইয়ান পন্টের, প্রথম আসরে ইংলিশ কোচের তত্ত্বাবধানে থাকলেও এক বছরের চুক্তির মেয়াদ পরে বাড়ায়নি দলটি।

কোচিংয়ে কোনও অভিজ্ঞতা নেই রাজ্জাকের। পেশাদার কোচিংয়ে তার অভিষেক হতে যাচ্ছে কোয়েটার হাত ধরে। তবে রাজ্জাকের নিয়োগ বিতর্ক তুলেছে পন্টের টুইটের কারণে। প্রথম আসরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেও তাকে না জানিয়ে নতুন কাউকে নিয়োগ দেওয়ায় হতাশ এই ইংলিশ কোচ। অবশ্য কোয়েটা জানায়, তারা বিষয়টা জনসম্মুখে আনতে চায়নি। পন্টের এজেন্টকে ভাসাভাসা করে জানানো হয় এই ব্যাপারে। কিন্তু সবকিছু চূড়ান্ত হওয়ার পর পন্ট জানতে পারলেন আর থাকছেন না তিনি।

/এফএইচএম/