নিউজিল্যান্ড সিরিজে দলের ম্যানেজার সাব্বির খান

সাব্বিরআগামী ৯ ও ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমানে চড়বে ২২ সদস্যের বাংলাদেশ দল। যদিও শেষ পর্যন্ত এই দলে আরও ২-৩জন যোগ হতে পারে! এখন পর্যন্ত অবশ্য মেহেদী মারুফ ও শাহরিয়ার নাফিস তালিকাবদ্ধ হয়েছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে দশ দিনের ক্যাম্প শেষে ২৪ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ ১৫ সদস্যের দল নিয়ে।

আর নিউজিল্যান্ড সফরে দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান। ২০১৪ সালের ভারত সিরিজ থেকে খালেদ মাহমুদ সুজন টানা বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করলেও পারিবারিক কারণে এবার তিনি দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সুজন দলের সঙ্গে থাকলে ভালো হত। যেহেতু দলের সঙ্গে ওর ভালো জানাশোনা আছে এবং অভিজ্ঞ। তাছাড়া সাবেক অধিনায়ক হওয়াতে প্লেয়ারদের সঙ্গে সম্পর্কটাও অনেক ভালো। তবে পারিবারিক সমস্যা হওয়াতে সুজন নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে যেতে পারছে না। আর যেহেতু সে (সুজন) যেতে পারছে না, সেহেতু আমরা সাব্বিরকে (সাব্বির খান) পাঠাচ্ছি।’

তিনি আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়ায় আমরা বেশ কিছুদিন থাকবো এবং ওখানে আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ আছে। এরপর আমরা মূল সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবো। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ক্রিকেট পরিচালনা বিভাগের কেউ থাকা দরকার। এই ভাবনা থেকেই সাব্বিরকে (সাব্বির খান) ম্যানেজার হিসেবে পাঠাচ্ছি। আপাতত সুজনের জায়গায় সাব্বিরই লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করবে।’

প্রসঙ্গত, নিউজিল্যান্ড সিরিজে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। খেলাগুলো অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত।

ডিসেম্বরের ২৬ তারিখে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে। বাকি ম্যাচ দুটি যথাক্রমে ২৯ ও ৩১ তারিখ নেলসনে অনুষ্ঠিত হবে। তিন টি-টোয়েন্টির প্রথমটি জানুয়ারির ৩ তারিখে নেপিয়ারে গড়াবে। ৬ ও ৮ তারিখে মাউন্ট মাউনগানুইতে হবে আরও দুটি ম্যাচ।

দুটি টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে। এটি শুরু হবে ১২ জানুয়ারি। শেষ টেস্টটি হবে ক্রাইস্টচার্চে, ২০ জানুয়ারিতে।

 /আরআই/