তিন বিভাগের নৈপুণ্যে জয়ে ফিরেছে বরিশাল

তিন বিভাগের নৈপুণ্যে জয়ে ফিরেছে বরিশালচার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে চট্টগ্রাম গিয়েছিল মুশফিকের বরিশাল বুলস। কিন্তু চট্টগ্রামে গিয়েই খেই হারিয়ে ফেলে তার দল। শেষ ৬ ম্যাচের সবকটি হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে যায় দলটি।  হারের মধ্যে থাকা দলকে নিয়ে নানান অভিযোগও উঠে আসে। তবে সবকিছু ছাপিয়ে বৃহস্পতিবার জয়ে ফিরেছে বরিশাল বুলস।

এদিন সেরা চারের লড়াইয়ে থাকা রাজশাহী কিংসকে ১৭ রানে হারিয়ে আট পয়েন্ট তুলে নিলো দলটি। গত কিছুদিন ধরেই সংবাদ সম্মেলনে এসে মুশফিকের ফিল্ডিং নিয়ে নানান প্রশ্ন ছিল। বৃহস্পতিবার সেইসব ছাপিয়ে তিন বিভাগে ভালো করার কৃতিত্ব দিলেন সতীর্থদের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, ‘প্রথম বারের মতো আমরা তিন বিভাগে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করতে সমর্থ হয়েছি। আজ ফিল্ডাররা ভালো ফিল্ডিং করেছে। টপ অর্ডারে রান এসেছে। মালান অসাধারণ ইনিংস খেলেছে। শেষ ওভারে নাফিসের দুটি ওভার বাউন্ডারি বড় স্কোর গড়তে সাহায্য করেছে। তিন বিভাগে আমরা ভালো করেছি বলেই জিতেছি।’

সমীকরণ বিবেচনায় সেরা চারে যাওয়ার লড়াইয়ে এখনো টিকে আছে বরিশার বুলস। যদিও মুশফিক মনে করছেন কাজটা কঠিন, ‘শুরুটা আমাদের ভালো ছিল। আমরা সেরা চারে যাওয়ার মতোই দল। কিন্তু মাঝে সময়টা খুব খারাপ কেটেছে। এই জয়টা পেয়ে ভালো লাগছে। আরও একটা ম্যাচ আছে। দেখা যাক কী হয়। তবে আমি মনে করি আমাদের সম্ভাবনা নেই!’

/আরআই/এফআইআর/