ভারতের ক্রিকেট বোর্ড ‘বিপথগামী সন্তান’

কীর্তি আজাদলোধা কমিটির সুপারিশ না মানায় ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই) একহাত নিলেন সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ।
দেশের অন্যসব খেলাতেও এধরনের প্রস্তাব থাকা উচিত মনে করেন তিনি। নাগপুরে এক সংবাদ সম্মেলনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এই সংসদ সদস্য জানান, ভারতের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে কার্যকরী হবে লোধা কমিটির সুপারিশ। তাই এনিয়ে বিসিসিআইর বিরোধিতার সমালোচনা করলেন তিনি, ‘বিসিসিআই হচ্ছে বিপথগামী সন্তানের মতো। খেলনা কেড়ে নেওয়ার পর বাচ্চারা যেমন কাঁদে, ঠিক তেমন অবস্থা এই বোর্ডের।’ আজাদের প্রশ্ন, ‘কেন তারা লোধা কমিটির সুপারিশের বিরোধিতা করছে?’

ভারতীয় ক্রিকেটকে সঠিক পথে ফিরিয়ে আনতে সুপ্রীম কোর্টের নিয়োগ করা বিচারপতির নেতৃত্বে লোধা কমিটি গঠন করা হয়। কিন্তু তাদের সুপারিশ মেনে না নিতে প্রচেষ্টা চালাচ্ছে বিসিসিআই। তাদের এই বিরোধিতা মানতে পারছেন না আজাদ। এমনকি আইপিএলে বিশৃঙ্খলা তৈরিতে শুধু লোলিত মোদিকে দোষারোপকে যৌক্তিক মনে করেন না তিনি, ‘বিশৃঙ্খলার জন্য ২০০৯ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গভর্নিং কাউন্সিলের তখনকার সব সদস্য দায়ি এবং শুধু লোলিত মোদিকে দোষারোপ করা অন্যায়। তখন কেন কেউ দ্বিমত পোষণ করল না?’ ক্রিকেটকে বাঁচানোর জন্য লোধা কমিটির সুপারিশ মানা খুব প্রয়োজন মনে করেন আজাদ।

/এফএইচএম/