‘আফিফরা ভালো করলে বাংলাদেশেরই লাভ’

আফিফ হোসেন ধ্রুব।বিপিএলে বড়দের ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই দ্যুতি ছড়িয়েছেন ১৭ বছর বয়সী আফিফ হোসেন ধ্রুব। ২১ রান খরচ করে তুলে নিয়েছেন ৫টি উইকেট। চিটাগং ভাইকিংসের মেরুদণ্ড ভেঙে দিতে কার্যকরী ভূমিকা রেখেছেন রাজশাহী কিংসের এই ব্যাটিং অলরাউন্ডার। এমনকি ওই ম্যাচে ব্যাটিং দানব ক্রিস গেইলের মতো বিধ্বংসী বোলারের উইকেটও তুলে নেন তিনি।

সোমবার অনুশীলন শুরুর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। লিগ পর্বের শেষ ম্যাচটিতে যার বোলিং দৃঢ়তায় হারতে হয়েছিল চিটাগং ভাইকিংসকে। এদিন ‍তার প্রসঙ্গ স্বভাবতই উঠে আসলো। সেখানে আফিফের জন্য শুভকামনা জানিয়েছেন তামিম। তরুণরা ভালো করলে সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্যই লাভজনক উল্লেখ করে তিনি বলেছেন, ‘ও ৫ উইকেট পেয়েছে, ভালো বল করেই পাঁচ উইকেট পেয়েছে। আমি আসলে ওকে খেলতে পারিনি। আমি ম্যাচের প্রথম বলেই আউট হয়ে গেছি। ১৭ বছরের একটি বাংলাদেশি ছেলে খুব ভালো ব্যাটিং সাইডের বিপক্ষে ৫ উইকেট পেয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘গেইলকে দেখে অনেকে এমনিতেই নড়বড়ে হয়ে যায়। তার বিপক্ষেও ছেলেটা ভালো বোলিং করেছে। আমি ওর জন্য খুশি, আমি বাংলাদেশের জন্যও খুশি। আশা করি, একটা ম্যাচ না। ভবিষ্যতে ও এর ধারাবাহিকতা রক্ষা করবে। যদি ও (আফিফ) ভালো করে, সেটা আমাদের ক্রিকেটের জন্যই লাভজনক।’

/আরআই/এফআইআর/